শিরোনাম
◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভবতী স্ত্রীকে হত্যা: স্বামীসহ ৩ জনের ফাঁসি বহাল রেখেছে আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট: সাত মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দন্ডিতদের জেল আপিল খারিজ করে দিয়ে গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে স্বামী সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে টিপু এবং তার দুই বন্ধু শহীদুল ইসলাম ও মো. খোরশেদের ফাঁসি বহাল রাখা হয়। আসামিরা সকলেই কনডেম সেলে রয়েছেন।

এক যুগ আগে মাসুদ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। সঙ্গে ছিলো তার দুই বন্ধু। পরে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় ভাসানী হলের পেছনে। সেখানে নিয়ে পেটে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করেন স্বামী ও দুই আসামি। হত্যার পর ওই মহিলার গলা কেটে পানিতে ফেলে দেওয়া হয়। এই মামলায় নিম্ন আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। যা বহাল রাখে হাইকোর্ট। উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আসামিদের করা আপিল গতকাল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

রায়ের বিষয়টি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। তিনি বলেন, তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিলো। আর হত্যাকান্ডটি ছিলো নির্মম প্রকৃতির। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে ফাঁসি বহাল রেখেছে। সূত্র: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়