সারোয়ার তুষার: সিলেটের এমসি কলেজে সংঘটিত নৃশংস ধর্ষণে জড়িত প্রত্যেকের রাজনৈতিক পরিচয় ছাত্রলীগ। এমসির পরেই সিলেটের দাঁড়িয়াপাড়ায় পাঁচ বছরের শিশুর ধর্ষকের পরিচয় ছাত্রলীগ। ঢাকায় গৃহপরিচারিকার ধর্ষকের পরিচয় ছাত্রলীগ, সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর। নোয়াখালির বেগমগঞ্জের যে ধর্ষণ ও নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, শোনা যাচ্ছে সেই ধর্ষক ও নির্যাতকের রাজনৈতিক পরিচয় যুবলীগ। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন, মেয়েদের দিকে খারাপ চোখে তাকানোর মতো একটি ছেলেও ছাত্রলীগে নাই...।
ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়ের সভাপতি সনজিত বলেছেন, ‘জঙ্গি’ ছাড়া যেকোনো নারী নির্যাতনের শিকার হলে তারা ‘প্রতিহত’ করবে। অর্থাৎ, কোনো নারীকে যৌন নির্যাতন, ধর্ষণ করে দরকার পড়লে ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে জাস্টিফাই করার পথ সুগম করলো ছাত্রলীগ। আমাদের স্পষ্ট করে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারা দরকার, এমনকি ‘জঙ্গি’ নারীকেও কেউ ধর্ষণ কিংবা যৌন নির্যাতন করতে পারে না। দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম দীপ্ত টেলিভিশনের এক টকশোতে বলেছেন, জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ নেতা মানিকের ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার ঘটনা ‘সস্তা প্রপাগাণ্ডা’। জ্বি, ইহাই ‘লীগের মুল্লুক’। ফেসবুক থেকে