শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ কল করে বন্দিদশা থেকে রক্ষা পেল দুই তরুনী

রাজু চৌধুরী : [২] বাকলিয়া থানা এলাকায় একটি বাসায় দুই তরুণীকে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসা করতে বাধ্য করার অপরাধে জড়িত ২জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

[৩] পুলিশ জানায়, ০৫ অক্টোবর জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে একজন তরুনী ফোন করে জানান যে, তাকে এবং তার ফুফাত বোনকে বাকলিয়া থানাধীন একটি বাসায় বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সে বাসার নাম-নাম্বার কোন কিছুই জানেনা। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা উক্ত তরুনীর কলটি তাঁর সরকারি নাম্বারের সাথে সংযোগ ঘটিয়ে দিলে তিনি উক্ত ভিকটিমদের সাথে কথা বলেন। কিন্তু ভিকটিমরা কোন সুনিদিষ্ট ঠিকানা দিতে পারছিলেন না। তারা শুধু কল্পলোক আবাসিক এর একটি বাসায় তাদের আটকে রাখা হয়েছে বলে জানাতে পারে, অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন তখন মেয়েটির সাথে কথা বলে তাকে জানালা দিয়ে বাইরের দৃশ্যের বর্ণনা দিতে বলার পর, সেই বর্ণনার সূত্র ধরে বাকলিয়া থানার চৌকস অফিসার দ্বারা উক্ত ভিকটিমদের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকাস্থ এমিরেটার্স প্যালেস ব্লক-জি, প্লট-৩১, ৫ম তলার ৪ বি-ফ্ল্যাটটি শনাক্ত করা হয় এবং ঐ বাসা থেকে ভিকটিমদের উদ্ধার করা হয় এবং জড়িত আসামী ১। মোঃ দেলোয়ার(২৫), পিতা- জাফর আহম্মদ, মাতা- দিলোয়ারা, সাং- ইছামতিরকুল, মিয়াবাড়ি, থানা- সাতকানিয়া, ২। শাহীন আকতার(২৪), পিতা- মোঃ হানিফ তালুকদার, মাতা- ছানোয়ারা বেগম, সাং- রাজামিয়া তালুকদার বাড়ি, বাগাঁও, পোষ্ট- দেওয়ানপুর, থানা- রাউজান, উভয় বর্তমানে-এমিরেটার্স প্যালেস, জি-৩১ নং ব্লক, কল্পলোক আবাসিক এলাকা, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম আসামী দের আটক করা হয় । এই ব্যাপারে এসি (চকবাজার জোন) মোঃ রাইসুল ইসলাম বলেন, ভিকটিমদের সাথে কথা বলে জানা যায় তারা পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড কেন্টপার্ক বাংলাদেশ এ্যাপারেল প্রাইভেট লিমিটেডে চাকরি করত। করোনা ভাইরাস সংক্রমন এর কারনে কারখানা বন্ধ হয়ে যাওয়াতে ঐ গার্মেন্টস এর রেখা নামের একজন সহকর্মী অন্য গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে আসামী মোঃ রাকিব(২৫)এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দেয়। সেই সুবাদে গার্মেন্টসে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামী মোঃ রাকিব(২৫), তার বন্ধু শওকত আলী খাঁন(৩৩)ও শাহিনা আক্তারগন পরস্পর যোগসাজসে ভিকটিম বিউটি ও সুইটি (ছদ্মনাম)দ্বয়কে উপরোল্লিখিত ঘটনাস্থলের বাসায় গত ০৩ অক্টোবর রাত অনুমান ১১.৪৫ ঘটিকার সময় নিয়ে আসে। ঘটনাস্থলের বাসায় নিয়ে আসার পর জোরপূর্বক দেহ ব্যবসা করতে বাধ্য করে।

[৪] ওসি নেজাম উদ্দিন আরও জানান, আসামী শওকত এবং রাকিব সাম্প্রতিক কালে বাসাটি ভাড়া নিয়ে অসহায় তরুনীদের টার্গেট করে কৌশলে নিয়ে এসে জোর পূর্বক দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল। আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং- ১৬, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১১ ধারা রুজু করা হয়েছে । জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্ট অব্যাহত আছে বলেও জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়