রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর তিন উপ-কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। এবং নতুন করে সৃষ্ট করা হয়েছে উপ কমিশনার অপরাধ পদ।
[৩] সোমবার (৫ অক্টোবর) রাতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ রদবদলের আদেশ দেন। সিএমপিতে যোগদানের পর থেকে শীর্ষ পদে এটিই সিএমপি কমিশনারের প্রথম পদক্ষেপ। এর আগে এডিসি, এসি ও ওসিসহ বিভিন্ন পদের কর্মকর্তাদের রদবদল করেন তিনি।
[৪] শীর্ষ তিন কর্মকর্তার মধ্যে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এসএম মোস্তাইন হোসেনকে সিএমপির স্টেট ডিপার্টমেন্টের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ডিবি পশ্চিমের উপ-পুলিশ কমিশনার মনজুর মোর্শেদককে অতিরিক্ত হিসেবে ডিবি দক্ষিণের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতের প্রসিকিউশন শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে অতিরিক্ত হিসেবে সিএমপির অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।
[৫] উল্লেখ্য, ৫ অক্টোবর সন্ধ্যায় সিএমপি'র ৮ এডিসিসহ ১১ জনকে রদবদলের আদেশ দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর