শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুভ জন্মদিন শফিউল ইসলাম

রাহুল রাজ: [২] আজ বাংলাদেশ জাতীয় দলের পেসার শফিউল ইসলাম সুভাসের ৩১ তম জন্মদিন, ১৯৮৯ সালের ৬ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, দেশের হয়ে আরও ভালো পারফর্ম করে দলকে নিয়মিত সাফল্য এনে দেবেন,এই প্রত্যাশা রইল।

[৩] ২০১০ এর জানুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শফিউলের আন্তর্জাতিক অভিষেক হয়। শফিউলই ছিলেন বাংলাদেশ স্কোয়াডের একমাত্র খেলোয়াড়, আন্তর্জাতিক অঙ্গনে যার কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না। ঘরোয়া লীগে নজরকাড়া সাফল্য দেখিয়ে নির্বাচকদের মন জয় করতে সক্ষম হন তিনি।

[৪] শফিউল একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হন ২০১০ এর ৪ জানুয়ারি, শ্রীলঙ্কার বিরুদ্ধে। রুবেল হোসেনের সাথে তিনি বোলিং ওপেন করেন এবং ৫ ওভারে ৩৯ রানে নেন ১টি উইকেট। তার প্রথম শিকার ছিলেন কুমারা সাঙ্গাকারা যিনি কিনা ৭৪ রানে কট বিহাইন্ড হন।

[৫] ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বিসিবি কর্তৃপক্ষ ৩০-সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করে। এতে তিনিও অন্তর্ভুক্ত হন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার স্থান হয়নি। ১৯ ফেব্রুয়ারি রাতে দেরী করে ব্রিসবেনের হোটেলে দলের সাথে মিলিত হবার অভিযোগ উঠে আল-আমিনের বিরুদ্ধে। ফলে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আল-আমিনকে দেশে ফেরত পাঠানো হয়।

[৬] তাকে নিয়ে বাংলাদেশের তৎকালীন বোলিং কোচ চম্পকা রামানায়েকে মন্তব্য করেন, “বোলার হিসেবে শফিউলের দক্ষতা প্রশ্নাতীত, সে খুব ভালো ধীরগতির বাউন্সার দিতে পারে এবং সময় সময় ইয়র্কারও দিতে ওস্তাদ। যথেষ্ট পরিমাণ সুযোগ পেলে সে অবশ্যই উন্নতি করবে এবং আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, দলে সে তার জায়গা ঠিকই পাকাপোক্ত করে নেবে”।

[৭] প্রসঙ্গত যে, বাংলাদেশের জার্সি গায়ে ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি- টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে যথাক্রমে উইকেট নিয়েছেন- ১৭, ৭০ ও ২০ টি। ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেছেন ৪ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়