মোহাম্মদ শাহজাহান: [২] চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন এলাকায় সিএনজিসহ ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
[৩] সোমবার রাতে উপজেলা হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড শালিকপাড়া গুচ্ছগ্রাম বোর্ডের এডভোকেট হরিসাধন বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বোরহান উদ্দিন মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিএনজিসহ মদ উদ্ধার করেন।
[৪] পুলিশের টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা সিএনজিতে মদ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা । এ ঘটনায় পটিয়া থানা পুলিশ বাদী হয়ে হাইদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক মেম্বারের বাড়ি এলাকায় ইউনুছ মিয়ার পুএ মো. নাছির উদ্দিন (৩৪) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
[৫] এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানিয়েছে, পটিয়া উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রাম থেকে পুলিশ একটি সিএনজিসহ ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। এ বিষয়ে পটিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী