শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ: প্রতিষ্ঠানগুলো চূর্ণ করে দেওয়া হয়েছে, যার পরিণতি হচ্ছে দেশে ধর্ষণের হোতারা বুক চিতিয়ে চলতে পারে

আলী রীয়াজ: গত কয়েক দিনে ধর্ষণের অডিও-ভিডিও খবর দেখে যদি মনে হয় দেশে এটাই একমাত্র মহামারি, তাহলে বুঝতে হবে আমি বা আপনি আছি মূর্খের স্বর্গে। মহামারি তো একটা হচ্ছে না যে একটার বিরুদ্ধে কথা বলবেন। সবগুলো মহামারি যদি না বুঝতে পারেন, তবে এসব প্রতিবাদের ফল কী হবে সেটা আমরা জানি। গত কয়েক দিনে কয়েকটি ধর্ষণের ঘটনার পরে আবারও ধর্ষণের ঘটনার বিবিধ রকমের ব্যাখ্যা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। সামাজিক আন্দোলনের এসব বায়বীয় কথাবার্তার অর্থ একটাই আপনি এর দায়িত্ব যে ক্ষমতাসীনদের সেটা বলতে চাইছেন না। এটা যে ক্ষমতাসীন দলের কর্মীরাই করছে, আশ্রয়ে প্রশ্রয়েই ঘটছে তা বলতে চাইছেন না। এই নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছেন। সারা বিশে^র দিকে তাকিয়ে দেখেন। কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না। (আমাদেরসময়ডটকম, ২৯ সেপ্টেম্বর ২০২০)। তাহলে বলুন ছাত্রলীগের ছেলেদের দোষ কোথায়! তারা তো আর বিশ্বের বাইরে না। একেই বলে অপরাধের যৌক্তিকতা তৈরি করা। বৈধতা দেওয়া কিনা সেটা আপনার বিবেচ্য।

ধর্ষণ হচ্ছে পিতৃতন্ত্রের হাতিয়ার একথা ততোক্ষণ পর্যন্ত বহাল যতোক্ষণ আপনি একে কেবলমাত্র একমাত্রিকে বিবেচনা করবেন, কনটেক্সটকে বিবেচনায় নেবেন না। বাংলাদেশে এটা বোঝার জন্যে আপনার তত্ত্বগতভাবে বিবেচনা করতে হবে না। দেশের ‘নারী অধিকার’ বলে পরিচিত কর্মীদের এক বিরাট অংশের নিরবতা থেকেই বুঝবেন। তারা পিতৃতন্ত্রের বিরুদ্ধে নয় এমন মনে করার কারণ নেই, কিন্তু ক্ষমতার সঙ্গে তাদের সম্পর্কের কারণেই এখন তাদের নিরবতা। আমি যদি আগ বাড়িয়ে বলি, নিরবতা নয়, এ হচ্ছে মৌনতা। মৌনতা সম্মতির লক্ষণ। কিন্তু এই যে ধর্ষণের মহামারি সেটা চলছে আরও অনেক মহামারির মধ্যে, করোনভাইরাসের মহামারি তো সারা পৃথিবীজুড়ে। কিন্তু সম্ভবত বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে একটি প্রতিষ্ঠান আলাদা করে উপসর্গে মৃত্যুর হিসেব দিচ্ছে। সংবাদপত্রগুলো সেগুলো ছাপছে। কিন্তু এই নিয়ে বিকার নেই। নিপীড়নের যে মহামারি তার কী হবে। আইনের নামে যে মুখে তালা লেগেছে সেটা কী আজকের ঘটনা।

মুখে তালা দেওয়ার এটাই একমাত্র উপায় নয়। আদালত বলছে ফোনে বে-আইনি আড়িপাতা বন্ধ করুণ তার মানে এই অবস্থা চলছে, সরকার না চাইলেও চলছে এমন মনে করার কারণ নেই। একটা বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরে একটা জেলার সব পুলিশকে বদলি করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ তো ৬৪ জেলা তার কী হয়েছে সেই প্রশ্ন তুলতে চান কিনা সেটাই নিজেকেই প্রশ্ন করুণ। ওই ঘটনার পরে ‘ক্রসফায়ার বন্ধ হয়েছে’ এই নিয়ে যারা আনন্দিত তারাই আবার আরও অনেক ক্ষেত্রেই বিচারের আগে ‘ফাসি’ চান। আইনের শাসন চান না। চাইলেই বা কী হবে বিচার বিভাগের অবস্থা তো আমরা জানি। কথা বললে আদালত অবমাননার ঝুঁকি যে কতো তা কে না জানে, এমনকি একজন আইনজীবীর ফেসবুক একাউন্ট বন্ধ করে দিতে বলেছে আদালত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে এরকম নির্দেশ অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কারও ফেসবুক একাউন্ট আদালত ব্লক করে দিতে বলেছে, এমন নজির নেই, (বিবিসি বাংলা, ২৭ সেপ্টেম্বর ২০২০)।

প্রযুক্তিগত বিবেচনায় বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেটা পারবেন কিনা সেটা ভিন্ন প্রশ্ন। আদালতের রায় নিয়ে প্রশ্ন তোলা যায়। আদালতের রায়ে যখন আইন নয় নৈতিকতার প্রশ্ন বড় হয়ে ওঠে, তখন প্রশ্ন ওঠে আইনের কাজ কী। আদালত বলেছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, অন্য নারীরা বিপথগামী হবেন। আদালতের আরেক রায়ের খবর পড়বার পরে কিছুই বলবার মতো ভাষা খুঁজতে হয়েছে। একটি রিট মামলার রায়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাই কোর্ট বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছে তা এই রকম মানুষের আশা-আকাক্সক্ষা সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। যখন এই শেষ আশ্রয়স্থলের বিচারকরা দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। ‘তারা হতাশ হন, ক্ষুব্ধ হন, ক্রুদ্ধ হন, বিক্ষুব্ধ হন এবং বিকল্প খুঁজতে থাকেন। তখনি জনগণ মাস্তান, সন্ত্রাসী এবং বিভিন্ন মাফিয়া নেতাদের আশ্রয় গ্রহণ করেন এবং তাদের বিচার সেখানে চান (বিডিনিউজ২৪, ৩ অক্টোবর ২০২০)।

এখন বলতে পারেন ধর্ষণের সঙ্গে এসবের সম্পর্ক কী, আমি কেন ধান ভানতে শীবের গীত গাইছি? কেননা এগুলো হচ্ছে দেশের আইনের শাসনের অবস্থা। এই অবস্থা আকাশ থেকে পড়েনি, এটা তৈরি করা হয়েছে। ক্ষমতাসীনরা তৈরি করেছে। প্রতিষ্ঠানগুলো চূর্ণ করে দেওয়া হয়েছে, যার পরিণতি হচ্ছে দেশে ধর্ষণের হোতারা বুক চিতিয়ে চলতে পারেন, লুটেরার বুক চিতিয়ে চলতে পারেন। আপনার অধিকার যারা লুট করেছে তারা ক্ষমতার দম্ভ দেখাতে পারেন। বাকি সব চলবে আর ‘সামজিক আন্দোলনের’ মাধ্যমে ধর্ষণের মোকাবেলা করবেন, এটা বলতেই পারেন। কিন্তু আপনিও জানেন এগুলো কথার কথা। পরিবার নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না বলে পিতা-মাতাকে অভিযুক্ত করবেন। কিন্তু যাদের কারণে এই অবস্থার তৈরি তাদেরকে কিছুই বলবেন না। যে জবাবদিহির অভাবে এই অবস্থার তৈরি সেই বিষয়ে বলবেন না। তাতে আত্মতৃপ্তি আছে কিন্তু দায়িত্ব পালনের কোনো ইঙ্গিত নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়