শিরোনাম
◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজয় দাশগুপ্ত: নারী জাগলেই হয়তো কিছু হবে

অজয় দাশগুপ্ত: নোয়াখালীর ঘটনা জেনে আপনি বিচলিত? আমি কিন্তু না। সামাজিক মিডিয়ার এই হা-হুতাশ আর উত্তেজনা কাঁপিয়ে আসা জ্বরের মতো। ডাক্তার জানে দু’একদিনের ভেতর শক্তিশালী তদন্ত কমিটি নামের এন্টিবায়োটিক আর কাউকে ছাড় দেওয়া হবে না নামের সিরাপ খাওয়ালেই এই উত্তেজনা কমে যাবে। তখন আপনি আমি অপেক্ষা করবো নতুন কোনো নোয়াখালী ঘটনার জন্য। লজ্জা ওদের না আমাদের আসলে। কদিন পরপর এমন ঘটে ওরা দাঁত বের করে, প্যান্ট, লুঙ্গি, পাজামার ভেতর থেকে লিঙ্গ বের করে হাসে আর মিডিয়ার শিরোনাম হয়। আপনি নিজেই দেখুন, এসব ইতর সন্তানের ছবিতে সামাজিক মিডিয়া সয়লাব কিনা। লাভ নেই। কাঁন্দিয়াও লাভ নেই। আহাজারিতেও ফায়দা নেই। সেপ্টেম্বরের ঘটনা অক্টোবরে তামাদি, ঘরে ঘরে আর কতো এমন সেপ্টেম্বর ঘটনা আছে সেটাই বিষয়।

আইন আছে, বিচার কই। বিচার আছে শাস্তি কই? শাস্তি আছে তো প্রতিরোধ কই। কবেই সব ধুয়ে মুছে গেছে। ভালো চিন্তা, ভালো কথা, ভালো কবিতা, ভালো গান, ভালো নেতা, ভালো অভিনেতা, ভালো মানুষ সব ডুবে গেছে, ভেসে আছে শুধু নারী আর নরসুন্দরের বিকৃত যৌন ছুরি। নারী জাগলেই হয়তো কিছু হবে। কিন্তু তাদের জাগাবে কে। কোথায় তাদের ভরসা? নোয়াখালী তো সামাজিক মিডিয়া, ইনবক্স, আলাপ, দেখায়ও ভর করে আছে। কে বাঁচাবে নারী নামের এই মা-বোন জায়া কন্যাদের। তাদের শরীরে যে আরও কিছু থাকে মন থাকে আত্মা থাকে কে শেখাবে আমাদের। হায় নোয়াখালী, হায় নারী; তুমি নিজেই জানো না কোথায় এর শেষ? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়