তাপসী রাবেয়া: [২] টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
[৩] বিশ্ব শিক্ষক দিবস ২০২০ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত "বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এবং মুজিব জন্মশতবর্ষে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ" শীর্ষক আলোচনা সভায় এসব বলেন তিনি।
[৪] এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিকে যৌক্তিক বলেও উল্লেখ করেন মন্ত্রী। এসময় শিক্ষকদের দাবি সময়মত জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে শিক্ষক-কর্মচারী নেতাদের আশ্বস্ত করেন তিনি।
[৫] শিল্পমন্ত্রী বঙ্গবন্ধুকে একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে বলেন, এ প্রতিষ্ঠান থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করছি। সম্পাদনা: বাশার নূরু