শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ৩ বিজ্ঞানীর নোবেল জয়

লিহান লিমা: [২] মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আটলার, চালর্স এম রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাফটন যৌথভাবে হেপাটাইটিস সি ভাইরাসের রহস্য উন্মোচনের জন্য চিকিৎসাবিদ্যায় এই পুরস্কার পান। নোবেল কমিটির টুইটে বলা হয়, রক্তে হেপাটাইটিস সি’র বিরুদ্ধে লড়াইয়ের অবদানের জন্য তাদের সম্মানিত করা হয়েছে। এটি বিশ্বব্যাপী একটি স্বাস্থ্য সমস্যা যা সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণ। এখন থেকে হেপাটাইসিস সি ভাইরাসের চিকিৎসা পাওয়া যাবে। নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা করেন। নোবেল ওআরজি

[৩] অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়, এই গবেষণার স্বীকৃতি হিসেবে গত বছর চিকিৎসায় নোবেল পান মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র ও গ্রেগ এল সেমেনজা এবং ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র‌্যাটক্লিফ।

[৪] মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও পরের সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে শুধু শান্তিতে নোবেল পুরস্কারটি ঘোষণা করা হয় নরওয়ে থেকে।

[৫] চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে জানিয়েছেন নাবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

[৬] বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটে। ১৯৬৮ সালে এ তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

[৭] আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক প্রদানের কথা থাকলেও করোনার কারণে তা বাতিল করা হয়েছে। নোবেলজয়ীরা নিজ নিজ দেশে বসেই ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিবেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়