শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি ব্লাস্টে দ্বিতীয় শিরোপা জিতলো নটিংহ্যাম্পশায়ার

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের চলতি আসরের শিরোপা জিতেছে নটিংহ্যাম্পশায়ার। এ নিয়ে চার আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো দলটি।

[৩] রোববার ( ৪ অক্টোবর) বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সারেকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ড্যান ক্রিশ্চিয়ানের দল। অধিনায়ক ক্রিশ্চিয়ান ব্যাট-বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বার্মিংহামের মাঠে বৃষ্টির কারণে চার ওভার কমিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

[৪] আগে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে সারে। জবাবে ১৬ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যাম্পশায়ার। ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে সারে। তৃতীয় উইকেট জুটিতে জেসন রয় এবং লরি ইভানস ৯০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। কিন্তু এরপরে নিয়মিত উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় কড়াতে পারে দলটি।

[৫] ফাইনালে নটিংহ্যাম্পশায়ারের অধিনায়ক ক্রিশ্চিয়ান ৩ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট। এছাড়া জ্যাক বল নেন ১৭ রানের ২ উইকেট। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে নটিংহ্যাম্পশায়ার। ১৯ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে বেন ডাকেট এবং পিটার ট্রেগোর ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।

[৬] দলীয় ৮২ রানে ট্রেগো ৩১ রান করে আউট হলে অধিনায়ক ক্রিশ্চিয়ান মাঠে নামেন। পঞ্চম উইকেটে ডাকেটকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ান। এই অজি অলরাউন্ডার ১১ বলে ২১ রান করেন। আর ডাকেট অপরাজিত থাকেন ৫৩ রানে। ফাইনাল সেরা হোন ক্রিশ্চিয়ান। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়