রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২
জীবন ও সিনেমার ফারাক এটুকুই!
ক্রমাগত বিরহের পর
আসে সেই পালাবদলের ক্ষণ।
জীবনের খোয়া যাওয়া খেদ
মেটেনা কোনদিন-
হাজার বছর পেরোলেও,
ফেরেনা কখনও কেউ
পুরনো সময়গুলো নিয়ে!