শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ট্রাম্পকে ডেক্সামেথাসন দেয়া হয়েছে, আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন

সালেহ্ বিপ্লব: [২] কোভিড আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে। গত দুদিন তাকে একবার করে অক্সিজেন দেয়া হয় বলে ডাক্তাররা জানিয়েছেন। বিবিসি, স্পুটনিক

[৩] এই কদিন ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তার অবস্থা গুরুতর বলে প্রচার করে কয়েকটি গণমাধ্যম। শেষমেষ নিজেই ভিডিও বার্তা নিয়ে টুইটারে হাজির হন প্রেসিডেন্ট। জানান, তিনি আগের চেয়ে ভালো আছেন। মেলানিয়ার অবস্থাও ভালোর দিকে।

[৪] মেডিক্যাল সেন্টারের একটি ওভাল টেবিলের সামনে বসে কথা বলেন প্রেসিডেন্ট। যথারীতি তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ছিলো। পরনে স্যুট থাকলেও গলায় টাই ছিলো না।

[৫] টুইটারে এই ভিডিও বার্তায় তিনি বলেন, করোনা পজিটিভ হয়ে হাসপাতালে যাওয়ার পর খুব একটা ভালো বোধ করছিলাম না। তবে এখন অনেকটা ভালো।

[৬] তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা অবিশ্বাস্য কাজ করছেন। আমাকে ফিরে আসতেই হবে, কারণ আমাদের দেশকে মহান হিসেবে গড়ে তোলার কাজ এখনও বাকি।

[৭] এর আগে ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করেন চিকিৎসকরা। তারা জানান, সামান্য জ্বর, কফ ও সর্দি আছে। ৪৮ ঘণ্টা আগে বিশেষ এন্টিবডি থেরাপি দেয়া হয়েছে।

[৮] ব্যক্তিগত চিকিৎসক ডা. সিন ডুলি বলেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বললেও, প্রকৃতপক্ষে ট্রাম্পের অবস্থা ভালো। তাকে এক ডোজ রেমসিডিভির দেয়া হয়েছে। ডাক্তাররা মোট ৫ দিনের চিকিৎসা দেয়ার প্রস্তুতি নিয়েছেন।

[৯] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার রবার্ট ওব্রায়েন বলেছেন, আমি আজ সকালে কথা বলেছি চীফ অব স্টাফ মার্ক মিডোজের সঙ্গে। এখন সুখবর হলো, প্রেসিডেন্ট খুবই ভালো আছেন। তিনি হোয়াইট হাউসে ফিরে পুরোদমে কাজে যোগ দিতে চাইছেন।

[১০] অবশ্য হাসপাতালে বসেও কাজকর্ম করছেন ট্রাম্প, ছবিতে তাকে ফাইল পড়তে দেখা গেছে। তাছাড়া তিনি কিছুক্ষণের জন্যে গাড়িতে চড়ে হাসপাতাল থেকে বের হয়েছিলেন। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে আবার ফিরে গেছেন হাসপাতালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়