শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারের ব্যাগে নড়ছিল নবজাতক, খাচ্ছিল পিঁপড়ায়!

সাতক্ষীরা প্রতিনিধি : আবর্জনার মধ্যে শিশুর কান্না। তার উপর স্থান শ্মশানঘাট। ওরে বাবা, ভয়ে তিনজনেরই শরীরে ঝিম ধরা ভাব। তারপরও একে অপরের হাত শক্ত করে ধরে সাহস করে শ্মশানঘাটে এগিয়ে যাওয়া। যেয়েই দেখি বাজার করার পরিত্যক্ত ব্যাগে জীবিত নবজাতক নড়াচড়া করছে। পিঁপড়ায় খাচ্ছিল শিশুটিকে। যন্ত্রণায় নবজাতকটি কান্নাকাটি শুরু করে। এভাবে এক নবজাতককে উদ্ধারের কথা জানান, কালিগঞ্জ উপজেলার গোলখালি গ্রামের ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল।

রোববার সন্ধ্যায় উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি গ্রামের মহাশ্মশান নবজাতক উদ্ধারের এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পথচারী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, তারা প্রতিদিনের মতো শ্মশানের পাশের রাস্তা ধরে মাছের ঘেরে যাচ্ছিল। পথিমধ্যে গোলখালি মহাশ্মশান এলাকায় ময়লাযুক্ত স্থানে একটি বাজার ব্যাগে নড়াচড়াসহ কান্নায় শব্দ শুনতে পায়। এ সময় তারা ভয়ে ভয়ে সেখানে যেয়ে ওই ব্যাগ খুলে দেখে একটি নবজাতককে পিঁপড়ায় খাচ্ছে। রাতে লোকজন খবর দিয়ে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে সন্তান। শিশুটি এখন সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ায় ২-৩ ঘণ্টা আগেই ওই নবজাতকের জন্ম হয়েছে।

ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নবজাতকটিকে দত্তক প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়