রাহুল রাজ: [২] বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর লেভেল-২ কোচ ও জাতীয় দলের খেলোয়াড় নাজমুস সাকিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারান্নুম আক্তার সুজানার, গত ২ অক্টোবর, শুক্রবার, ২০২০ইং তারিখে ক্যাফে রিও, ধানমন্ডিতে বিবাহ অনুষ্ঠিত হয়।
[৩] বাংলাদেশ রাগবি ফেডারেশন তার বিয়েতে হ্যাঁকা পারফর্ম করেন যেটি বাইরের দেশ যেমন নিউজিল্যান্ড করে থাকে যা সম্মান প্রদর্শন বুঝায় এবং তার বিয়েতে রাগবি বল নিয়ে ফটোশুট করা হয় যা কোনো ফেডারেশন আজ পর্যন্ত করেনি এবং কোনো খেলোয়াড় ও এভাবে উদযাপন করেনি বাংলাদেশে।
[৪] এতে করে রাগবি খেলাটির ভালো ব্রান্ডিং হয়। এভাবে এক অভিনব কায়দায় তার বিয়েটি উদযাপিত হয় ।উল্লেখ্য যে, এই বিয়েতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ এবং বাংলাদেশ রাগবি ফেডারশনের ডেভেলপমেন্ট অফিসার ও আরো খেলোয়াড়রা।