শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ১ কোটি ১৬ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৩’শ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।

[৩] শনিবার (২ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের সময় শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে র‌্যাব।

[৪] আটককৃত আসামিরা উভয়েই খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন একষট্টিগ্রাম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৪৭) এবং রহমতপুর গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮)।

[৫] র‌্যাব-৭, এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আনোয়ারা হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ-আমানত সেতুর সংযোগ সড়কের সাইনি কাবাব ঘরের বিপরিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট এর মধ্যমে ওয়াকিয়া এক্সপ্রেস এর একটি বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে ২ ব্যক্তি ২টি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালানোর সময় আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের শনাক্ত মতে ২টি ব্যাগ হতে ২৩,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়