শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ১ কোটি ১৬ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৩’শ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।

[৩] শনিবার (২ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের সময় শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে র‌্যাব।

[৪] আটককৃত আসামিরা উভয়েই খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন একষট্টিগ্রাম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৪৭) এবং রহমতপুর গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮)।

[৫] র‌্যাব-৭, এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আনোয়ারা হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ-আমানত সেতুর সংযোগ সড়কের সাইনি কাবাব ঘরের বিপরিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট এর মধ্যমে ওয়াকিয়া এক্সপ্রেস এর একটি বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে ২ ব্যক্তি ২টি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালানোর সময় আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের শনাক্ত মতে ২টি ব্যাগ হতে ২৩,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়