শিরোনাম
◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ ◈ বারিধারা কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা, দূতাবাসগুলোর সামনে পুলিশ ও সেনা মোতায়েন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ১ কোটি ১৬ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৩’শ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।

[৩] শনিবার (২ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের সময় শাহ আামানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে র‌্যাব।

[৪] আটককৃত আসামিরা উভয়েই খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন একষট্টিগ্রাম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৪৭) এবং রহমতপুর গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮)।

[৫] র‌্যাব-৭, এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আনোয়ারা হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ-আমানত সেতুর সংযোগ সড়কের সাইনি কাবাব ঘরের বিপরিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট এর মধ্যমে ওয়াকিয়া এক্সপ্রেস এর একটি বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে ২ ব্যক্তি ২টি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালানোর সময় আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের শনাক্ত মতে ২টি ব্যাগ হতে ২৩,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়