রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শিমরন হেটমায়ারের দিল্লি ক্যাপিটালস বনাম আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হয়েছে।
[৩] ১৬ তম ম্যাচে কলকাতা প্রথমে টসে জিতে দিল্লিকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। শ্রেয়াসের দল দিল্লি ইতিমধ্যেই দুটি ম্যাচে জয়ী হয়েছে। এর আগের ম্যাচেই তারা জিততে পারেনি। সেই ম্যাচে হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল তাদের।
[৪] অন্যদিকে দিনেশ কার্তিক -এর কলকাতাও আগের দুটি ম্যাচেই জয়ী হয়েছে। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল তাদের। পর পর দুটি ম্যাচে জিতে এখন অনেকটাই আত্মবিশ্বাসী তারা। এখনও পর্যন্ত আইপিএলে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।
[৫] দিল্লি ক্যাপিটালসের একাদশ:
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, আনরিচ নোরকিয়া।
[৭] কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমান গিল, সুনিল নারিন, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক ও অধিনায়ক), নিতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্স, শিবাম মাভি, কুলদিপ যাদব, বরুন চক্রবর্তী।