ইউসুফ মিয়া: [২] শনিবার সকাল থেকে আবারো পদ্মানদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সে কারণে মারাত্বক ঝুঁকিতে আছে রাজবাড়ীর বেড়ী বাঁধ।
[৩] গতকাল শুক্রবার রাজবাড়ীর পদ্মানদীর পানি বেড়ে বিপৎসিমার আরো ১৭ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারপানি বৃদ্ধি পেয়েছে এখন বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজারের নদীরপানির স্রোতের কারণে এলাকার শহর বিভিন্নস্থাপনা ইতিমধ্যে সেগুলো ভেঙ্গে গিয়েছে হুমকির মুখে রয়েছে শহর রক্ষাবাঁধসহ এনজিএল ইটভাটা বেশকিছু অংশ ভেঙ্গে গেছে।গোদারবাজারের বসবাসকারীরা বলেন,৭০টির বেশী পরিবারের প্রায় ৪/৫ শতাধিক মানুষের বাসকরছে বেড়ীবাঁধসংলগ্ন নদীরভাঙন কবলিত এলাকায়। নদীভাঙনের প্রকোট থেকে রক্ষাপেতে ইতিমধ্যে ১ হাজার ৫শত বালু ভর্তি জিওব্যাগ নদীতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ফেলেছে।।
[৪] সরেজমিনে জানা যায়, শনিবার বিকাল পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারনদীর পানি বেড়ে তা বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজারের একজন এনজিএল ইটভাটার মালিক মোঃ আলামীন বলেন, পদ্মানদীর পানি বেশী হওয়ার কারনে ইতিমধ্যে ইটভাটার অনেকাংশে ভেঙ্গে নদীতে তলিয়ে গিয়েছে। চলে গেছে।
[৫] রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ যানায় রাজবাড়ী পদ্মানদীর পানি গোদার বাজার ভাঙন কবলিত এলাকায় হঠাৎ করে ১২০ মিটার অংশকে চিহ্নিত করে বালুর জিওব্যাগ ফেলে রক্ষার জন্য চেষ্টা করছি। নদী ভাঙ্গন রোধ করার কাজে আমরা প্রস্তত আছি। সম্পাদনা: জেরিন আহমেদ