শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মারত্মক ঝুঁকিতে রাজবাড়ীর বেড়িবাঁধ

ইউসুফ মিয়া: [২] শনিবার সকাল থেকে আবা‌রো পদ্মানদীর পা‌নি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সে কারণে মারাত্বক ঝুঁ‌কি‌তে ‌আছে রাজবাড়ীর বেড়ী বাঁ‌ধ।

[৩] গতকাল শুক্রবার রাজবাড়ীর পদ্মানদীর পানি বেড়ে বিপৎসিমার আরো ১৭ সেন্টিমিটার ওপ‌রে দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার দ‌ুপুর পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারপানি বৃদ্ধি পেয়ে‌ছে এখন বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজা‌রের নদীরপা‌নির স্রো‌তের কার‌ণে এলাকার শহর বি‌ভিন্নস্থাপনা ই‌তিম‌ধ্যে সেগু‌লো ভে‌ঙ্গে গি‌য়ে‌ছে হুম‌কির মু‌খে র‌য়ে‌ছে শহর রক্ষাবাঁধসহ এন‌জিএল ইটভাটা বেশ‌কিছু অং‌শ ভে‌ঙ্গে‌ গে‌ছে।গোদারবাজা‌রের বসবাসকারীরা ব‌লেন,৭০টির বেশী পরিবারের প্রায় ৪/৫ শতাধিক মানুষের বাসকর‌ছে বেড়ীবাঁধসংলগ্ন নদীরভাঙন কবলিত এলাকায়। নদীভাঙনের প্র‌কোট থে‌কে রক্ষা‌পে‌তে ই‌তিম‌ধ্যে ১ হাজার ৫শত বালু ভর্তি জিওব্যাগ নদী‌তে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ফে‌লে‌ছে।।

[৪] স‌রেজ‌মি‌নে জানা যায়, শনিবার বিকাল পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারনদীর পা‌নি বে‌ড়ে তা বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজা‌রের একজন এন‌জিএল ইটভাটার মালিক মোঃ আলামীন বলেন, পদ্মানদীর পা‌নি বেশী হওয়ার কার‌নে ই‌তিম‌ধ্যে ইটভাটার অনেকাংশে ভে‌ঙ্গে নদীতে ত‌লি‌য়ে গি‌য়ে‌ছে। চলে গেছে।

[৫] রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ যানায় রাজবাড়ী পদ্মানদীর পা‌নি গোদার বাজার ভাঙন কবলিত এলাকায় হঠাৎ করে ১২০ মিটার অংশকে চিহ্নিত করে বালুর ‌জিওব্যাগ ফে‌লে রক্ষার জন্য চেষ্টা কর‌ছি। নদী ভাঙ্গন রোধ করার কা‌জে আমরা প্রস্তত আছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়