শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মারত্মক ঝুঁকিতে রাজবাড়ীর বেড়িবাঁধ

ইউসুফ মিয়া: [২] শনিবার সকাল থেকে আবা‌রো পদ্মানদীর পা‌নি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সে কারণে মারাত্বক ঝুঁ‌কি‌তে ‌আছে রাজবাড়ীর বেড়ী বাঁ‌ধ।

[৩] গতকাল শুক্রবার রাজবাড়ীর পদ্মানদীর পানি বেড়ে বিপৎসিমার আরো ১৭ সেন্টিমিটার ওপ‌রে দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার দ‌ুপুর পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারপানি বৃদ্ধি পেয়ে‌ছে এখন বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজা‌রের নদীরপা‌নির স্রো‌তের কার‌ণে এলাকার শহর বি‌ভিন্নস্থাপনা ই‌তিম‌ধ্যে সেগু‌লো ভে‌ঙ্গে গি‌য়ে‌ছে হুম‌কির মু‌খে র‌য়ে‌ছে শহর রক্ষাবাঁধসহ এন‌জিএল ইটভাটা বেশ‌কিছু অং‌শ ভে‌ঙ্গে‌ গে‌ছে।গোদারবাজা‌রের বসবাসকারীরা ব‌লেন,৭০টির বেশী পরিবারের প্রায় ৪/৫ শতাধিক মানুষের বাসকর‌ছে বেড়ীবাঁধসংলগ্ন নদীরভাঙন কবলিত এলাকায়। নদীভাঙনের প্র‌কোট থে‌কে রক্ষা‌পে‌তে ই‌তিম‌ধ্যে ১ হাজার ৫শত বালু ভর্তি জিওব্যাগ নদী‌তে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ফে‌লে‌ছে।।

[৪] স‌রেজ‌মি‌নে জানা যায়, শনিবার বিকাল পর্যন্ত ৫ সেন্টিমিটার পদ্মারনদীর পা‌নি বে‌ড়ে তা বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোদার বাজা‌রের একজন এন‌জিএল ইটভাটার মালিক মোঃ আলামীন বলেন, পদ্মানদীর পা‌নি বেশী হওয়ার কার‌নে ই‌তিম‌ধ্যে ইটভাটার অনেকাংশে ভে‌ঙ্গে নদীতে ত‌লি‌য়ে গি‌য়ে‌ছে। চলে গেছে।

[৫] রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ যানায় রাজবাড়ী পদ্মানদীর পা‌নি গোদার বাজার ভাঙন কবলিত এলাকায় হঠাৎ করে ১২০ মিটার অংশকে চিহ্নিত করে বালুর ‌জিওব্যাগ ফে‌লে রক্ষার জন্য চেষ্টা কর‌ছি। নদী ভাঙ্গন রোধ করার কা‌জে আমরা প্রস্তত আছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়