শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বইয়ের হাসপাতাল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: তাসের ঘরের মত ছতলার একটি গোটা বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে গেল চোখের সামনে। সেই দৃশ্য এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনও রকম বিস্ফোরণ ঘটানো ছাড়াই একটি আস্ত হাসপাতাল ভেঙে পড়ল মুম্বইয়ে। -এই সময়

বুধবার কোনও বিস্ফোরণ না ঘটিয়েই গোরেগাঁয়ের সিদ্ধার্থ জেনারেল হাসপাতালের বিল্ডিং ভাঙল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। নতুন করে হাসপাতাল নির্মাণের জন্য পুরনো বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার কাজ চালাচ্ছিল পুরকর্মীরা। সেখানে হাসপাতালের একাংশ ভাঙার জন্য দুসপ্তাহ ধরে কাজ করার কথা ছিল। দুসপ্তাহে দুটি বিল্ডিং ভাঙার কাজ করার কথা থাকলেও একদিনেই একটি বিল্ডিং ভেঙে পড়ল। হাসপাতাল ভেঙে পড়ার ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, নতুন করে হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই জায়গাতেই ৩০০টি বেডের জায়গা ধরে এমন হাসপাতালে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ীই বিল্ডিং ভেঙে ফেলার কাজ চলছিল। গোটা হাসপাতালটি তৈরি করতে খরচ হবে ৩০০কোটি টাকা। এই অত্যাধুনিক হাসপাতাল তৈরি হলে মালাদ ও যোগেশ্বরীর গোটা এলাকার মানুষজন উপকৃত হবেন।

১৯৯৮ সালে পশ্চিম গোরেগাঁয়ের সিদ্ধার্থনগরের ১৭২টি বেডের হাসপাতালে পরিষেবা চালু করে বিএমসি। কিন্তু হাসপাতালের বিল্ডিংয়ের অবস্থা শোচনীয় হয়ে পড়ায় শেষ বছরে ওই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, পুরনো বিল্ডিং ভেঙেই সেখানে নতুন করে হাসপাতাল তৈরি হবে।

মোট ২.১ একর জমির উপর অবস্থিত হাপাতালটি। সেই জমিতেই বিএমসি ৩৩.৫৮৮স্কোয়ার মিটার জমিতে পুনরায় নির্মাণকাজ করার অনুমতি পেয়েছে। আগে ছতলার বিল্ডিং থাকলেও নতুন করে ১১তলা বিল্ডিংয়ের হাসপাতাল তৈরি চিন্তা রয়েছে পুরসভার। জানা গিয়েছে, ওই হাসপাতালে মিলবে অত্যাধুনিক চিকিত্‍সা পরিষেবা। বেডের সংখ্যা বাড়ানোর ফেল রোগী ভর্তির সমস্যা অনেকটা কাটবে বলে মনে করা হচ্ছে। বলতে গেলে গোটা হাসপাতালটিই মাল্টি স্পেশালিটি হাসপাতালের রূপ দিতে চাইছে বিএমসি।

পুরসভার কর্মীরা আে থেকেই হাসপাতালের সব চেয়ার, দরজা, টেবিল, জানলা খুলে রেখেছিল। একসঙ্গে বিল্ডিংটি ভাঙার জন্য হাসপাতালের নিচের তলার তিনটে বাদে সব পিলার ভেঙে দিয়েছিলেন পুরসভার কর্মীরা। মাত্র তিনটি পিলারের উপরই বিল্ডিংটি দাঁড়িয়েছিল। কিন্তু বুধবার সব অপেক্ষার অবসান ঘটাল তাঁরা। ওই দিন তিনটি পিলারের মধ্যে দুটি পিলারও ভেঙে দেওয়া হয়। কিছুত্রণের মধ্যেই গোটা বাড়িটি তাসের ঘরের মতো মাটিতে ভেঙে পড়ে।

অপর আরেকটি বিল্ডিং ভাঙা বাকি রয়েছে। সেটিও একইভাবে ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বিএমসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়