গোপালগঞ্জ প্রতিনিধি: [২] জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
[৩] শুক্রবার বেলা সাড়ে ১২টায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
[৪] এসময় ৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ৩০ জন, গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ