শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান হকির সভায় বাংলাদেশের রশিদ শিকদারের ভূয়সী প্রশংসা

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের সময় নিজ নিজ দেশের অসামর্থ্য খেলোয়াড় এবং হকি সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানো, আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পরিস্থিতি সামাল দিতে পরামর্শ করাসহ হকির উন্নয়নে সক্রিয় থাকায় এশিয়ার ৫ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইএফ)।

[৩] এর মধ্যে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আবদুর রশিদ শিকদার। গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা। সে সভায় এই ৫ কর্মকর্তার সক্রিয়তার প্রশংসা করে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

[৪] ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এ সভায় শতভাগ সদস্যই অংশ নিয়েছেন। করোনার সময় এবং করোনা পরবর্তীতে এশিয়ার হকির কার্যক্রম কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়। করোনার সময় বিভিন্ন দেশ সমস্যা মোকাবিলা করেছে তাও সভায় তুলে ধরেন দেশগুলোর প্রতিনিধিরা।

[৫] আবদুর রশিদ শিকদারের পাশাপাশি অন্য যে ৫ কর্মকর্তার কার্যক্রম প্রশংসা করে ভূয়সী প্রশংসা করা হয়েছে তাদের মধ্যে দুজন জাপানের এবং একজন করে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের।

[৬] বিশেষ ধন্যবাদ পাওয়া ৫ কর্মকর্তা হলেন- বাংলাদেশের আবদুর রশিদ শিকদার, জাপানের ইয়োকইমা হিদে, ইয়োশিদা মতোহিতো, দক্ষিণ কোরিয়ার কিম মেইয়ং সুং এবং থাইল্যান্ডের দাতো সেরি চাইয়াপাক।- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়