শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান হকির সভায় বাংলাদেশের রশিদ শিকদারের ভূয়সী প্রশংসা

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের সময় নিজ নিজ দেশের অসামর্থ্য খেলোয়াড় এবং হকি সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানো, আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পরিস্থিতি সামাল দিতে পরামর্শ করাসহ হকির উন্নয়নে সক্রিয় থাকায় এশিয়ার ৫ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইএফ)।

[৩] এর মধ্যে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আবদুর রশিদ শিকদার। গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা। সে সভায় এই ৫ কর্মকর্তার সক্রিয়তার প্রশংসা করে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

[৪] ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এ সভায় শতভাগ সদস্যই অংশ নিয়েছেন। করোনার সময় এবং করোনা পরবর্তীতে এশিয়ার হকির কার্যক্রম কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়। করোনার সময় বিভিন্ন দেশ সমস্যা মোকাবিলা করেছে তাও সভায় তুলে ধরেন দেশগুলোর প্রতিনিধিরা।

[৫] আবদুর রশিদ শিকদারের পাশাপাশি অন্য যে ৫ কর্মকর্তার কার্যক্রম প্রশংসা করে ভূয়সী প্রশংসা করা হয়েছে তাদের মধ্যে দুজন জাপানের এবং একজন করে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের।

[৬] বিশেষ ধন্যবাদ পাওয়া ৫ কর্মকর্তা হলেন- বাংলাদেশের আবদুর রশিদ শিকদার, জাপানের ইয়োকইমা হিদে, ইয়োশিদা মতোহিতো, দক্ষিণ কোরিয়ার কিম মেইয়ং সুং এবং থাইল্যান্ডের দাতো সেরি চাইয়াপাক।- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়