শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে ফের হট্টগোল !

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক আনন্দ সমাবেশে এ ঘটনা ঘটে।

বাক-বিতণ্ডা আর নানা হট্টগোলের মধ্য দিয়ে তড়িঘড়ি করে পরে অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন আয়োজকরা। মূলত যুক্তরাষ্ট্রের জামাতের সংগঠন মুনার অঙ্গ সংগঠন বেসিক’র একজন সদস্যকে অনুষ্ঠানে বক্তব্য দিতে সুযোগ দেওয়ায় এ হট্টগোলের ঘটনা ঘটে।

সমাবেশে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাস। বেসিকের সাবেক সদস্য নুরুজ্জামান সর্দারকে সমাবেশ থেকে বহিস্কারের দাবি জানিয়ে তারা প্রতিবাদও করেন। এ ঘটনা নিয়ে বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। উপস্থিত প্রবাসী সাংবাদিকরা এর ছবি তুলতে গেলে কয়েকজন তেড়ে আসেন।

পরে হাজী এনামের মধ্যস্থতায় সমাবেশের পরিবেশ শান্ত হয়। এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন-সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াৎ হোসেন বিশ্বাস ও নুরুজ্জামান সর্দার।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে রাজাকার সমস্যা নিয়ে হট্টগোলের ঘটনা ঘটে। এদিন নুরুজ্জামান সর্দারকে রাজাকার বলা নিয়ে হাতাহাতি হয় মহিউদ্দিন দেওয়ানের সঙ্গে পরে পুলিশি উপস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়