শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত বছরের আইনী লড়াইয়ের পর পেলেন রাজকন্যার স্বীকৃতি

লিহান লিমা: [২] বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টের কন্যার অধিকার জিতলেন বেলজিয়ান আর্টিস্ট ডেলফাইন বোয়েল। সাত বছরের আইনী লড়াইয়ের পর ব্রাসেলসের আপিল কোর্ট রায় দিয়েছে তিনি এখন থেকে তারা বাবার টাইটেল ব্যবহার করতে পারবেন। বিবিসি/সিএনএন

[৩]২০১৩ সালে সাবেক রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেন বোয়েল। তিনি দাবী করেন তারা মা বারোনিস সিবিলি দে সিলেস লংচাম্পসের সঙ্গে রাজা আলবার্টের বিবাহবর্হিভূত সম্পর্কের ভলে ১৯৬৮ সালে তার জন্ম হয়। তবে রাজ আলবার্ট তা অস্বীকার করেন।

[৪]বোয়েলের সঙ্গে আইনী যুদ্ধের সময় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন আলবার্ট (৮৬)। জানুয়ারিতে আদালত রায় দেয়, ডিএনএ টেস্টে দেখা গিয়েছে আলবার্ট ও বারোনিস সিবিলি দে সিলেসের বিবাহবর্হিভূত কন্যা বোয়েল।

[৫]ডেলফাইনের আইনজীবী বলেন, আমার মক্কেল আদালতের ন্যায়বিচারে খুশি। এখন থেকে বোয়েল ‘ডেলফাইন অব স্যাক্সন-কোবার্গ-গোথা-প্রিন্সেস অব বেলজিয়াম’ টাইটেল ব্যবহার করবেন। তার দুই সন্তান জোসেফাইন ও অস্কারও বেলজিয়ামের রাজপুত্র ও রাজকন্যার স্বীকৃতি পাবেন। তিনি আরো বলেন, সাবেক রাজা আলবার্টের অন্য তিন সন্তানের মতোই এখন থেকে অধিকার পাবেন বোয়েল।

[৬]বোয়েলের মা বারোনিস সিবিলি এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ইনফেকশনের সমস্যা থাকায় আমরা মনে করেছি আমাদের সন্তান হবে না। ডেলফাইন আমাদের ভালবাসার সন্তান। আলবার্ট বাবা হিসেবে দায়িত্ব পালন না করলেও সে তার প্রতি সদয় ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়