শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত বছরের আইনী লড়াইয়ের পর পেলেন রাজকন্যার স্বীকৃতি

লিহান লিমা: [২] বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টের কন্যার অধিকার জিতলেন বেলজিয়ান আর্টিস্ট ডেলফাইন বোয়েল। সাত বছরের আইনী লড়াইয়ের পর ব্রাসেলসের আপিল কোর্ট রায় দিয়েছে তিনি এখন থেকে তারা বাবার টাইটেল ব্যবহার করতে পারবেন। বিবিসি/সিএনএন

[৩]২০১৩ সালে সাবেক রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেন বোয়েল। তিনি দাবী করেন তারা মা বারোনিস সিবিলি দে সিলেস লংচাম্পসের সঙ্গে রাজা আলবার্টের বিবাহবর্হিভূত সম্পর্কের ভলে ১৯৬৮ সালে তার জন্ম হয়। তবে রাজ আলবার্ট তা অস্বীকার করেন।

[৪]বোয়েলের সঙ্গে আইনী যুদ্ধের সময় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন আলবার্ট (৮৬)। জানুয়ারিতে আদালত রায় দেয়, ডিএনএ টেস্টে দেখা গিয়েছে আলবার্ট ও বারোনিস সিবিলি দে সিলেসের বিবাহবর্হিভূত কন্যা বোয়েল।

[৫]ডেলফাইনের আইনজীবী বলেন, আমার মক্কেল আদালতের ন্যায়বিচারে খুশি। এখন থেকে বোয়েল ‘ডেলফাইন অব স্যাক্সন-কোবার্গ-গোথা-প্রিন্সেস অব বেলজিয়াম’ টাইটেল ব্যবহার করবেন। তার দুই সন্তান জোসেফাইন ও অস্কারও বেলজিয়ামের রাজপুত্র ও রাজকন্যার স্বীকৃতি পাবেন। তিনি আরো বলেন, সাবেক রাজা আলবার্টের অন্য তিন সন্তানের মতোই এখন থেকে অধিকার পাবেন বোয়েল।

[৬]বোয়েলের মা বারোনিস সিবিলি এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ইনফেকশনের সমস্যা থাকায় আমরা মনে করেছি আমাদের সন্তান হবে না। ডেলফাইন আমাদের ভালবাসার সন্তান। আলবার্ট বাবা হিসেবে দায়িত্ব পালন না করলেও সে তার প্রতি সদয় ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়