শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত বছরের আইনী লড়াইয়ের পর পেলেন রাজকন্যার স্বীকৃতি

লিহান লিমা: [২] বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টের কন্যার অধিকার জিতলেন বেলজিয়ান আর্টিস্ট ডেলফাইন বোয়েল। সাত বছরের আইনী লড়াইয়ের পর ব্রাসেলসের আপিল কোর্ট রায় দিয়েছে তিনি এখন থেকে তারা বাবার টাইটেল ব্যবহার করতে পারবেন। বিবিসি/সিএনএন

[৩]২০১৩ সালে সাবেক রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেন বোয়েল। তিনি দাবী করেন তারা মা বারোনিস সিবিলি দে সিলেস লংচাম্পসের সঙ্গে রাজা আলবার্টের বিবাহবর্হিভূত সম্পর্কের ভলে ১৯৬৮ সালে তার জন্ম হয়। তবে রাজ আলবার্ট তা অস্বীকার করেন।

[৪]বোয়েলের সঙ্গে আইনী যুদ্ধের সময় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন আলবার্ট (৮৬)। জানুয়ারিতে আদালত রায় দেয়, ডিএনএ টেস্টে দেখা গিয়েছে আলবার্ট ও বারোনিস সিবিলি দে সিলেসের বিবাহবর্হিভূত কন্যা বোয়েল।

[৫]ডেলফাইনের আইনজীবী বলেন, আমার মক্কেল আদালতের ন্যায়বিচারে খুশি। এখন থেকে বোয়েল ‘ডেলফাইন অব স্যাক্সন-কোবার্গ-গোথা-প্রিন্সেস অব বেলজিয়াম’ টাইটেল ব্যবহার করবেন। তার দুই সন্তান জোসেফাইন ও অস্কারও বেলজিয়ামের রাজপুত্র ও রাজকন্যার স্বীকৃতি পাবেন। তিনি আরো বলেন, সাবেক রাজা আলবার্টের অন্য তিন সন্তানের মতোই এখন থেকে অধিকার পাবেন বোয়েল।

[৬]বোয়েলের মা বারোনিস সিবিলি এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ইনফেকশনের সমস্যা থাকায় আমরা মনে করেছি আমাদের সন্তান হবে না। ডেলফাইন আমাদের ভালবাসার সন্তান। আলবার্ট বাবা হিসেবে দায়িত্ব পালন না করলেও সে তার প্রতি সদয় ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়