শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত বছরের আইনী লড়াইয়ের পর পেলেন রাজকন্যার স্বীকৃতি

লিহান লিমা: [২] বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টের কন্যার অধিকার জিতলেন বেলজিয়ান আর্টিস্ট ডেলফাইন বোয়েল। সাত বছরের আইনী লড়াইয়ের পর ব্রাসেলসের আপিল কোর্ট রায় দিয়েছে তিনি এখন থেকে তারা বাবার টাইটেল ব্যবহার করতে পারবেন। বিবিসি/সিএনএন

[৩]২০১৩ সালে সাবেক রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেন বোয়েল। তিনি দাবী করেন তারা মা বারোনিস সিবিলি দে সিলেস লংচাম্পসের সঙ্গে রাজা আলবার্টের বিবাহবর্হিভূত সম্পর্কের ভলে ১৯৬৮ সালে তার জন্ম হয়। তবে রাজ আলবার্ট তা অস্বীকার করেন।

[৪]বোয়েলের সঙ্গে আইনী যুদ্ধের সময় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন আলবার্ট (৮৬)। জানুয়ারিতে আদালত রায় দেয়, ডিএনএ টেস্টে দেখা গিয়েছে আলবার্ট ও বারোনিস সিবিলি দে সিলেসের বিবাহবর্হিভূত কন্যা বোয়েল।

[৫]ডেলফাইনের আইনজীবী বলেন, আমার মক্কেল আদালতের ন্যায়বিচারে খুশি। এখন থেকে বোয়েল ‘ডেলফাইন অব স্যাক্সন-কোবার্গ-গোথা-প্রিন্সেস অব বেলজিয়াম’ টাইটেল ব্যবহার করবেন। তার দুই সন্তান জোসেফাইন ও অস্কারও বেলজিয়ামের রাজপুত্র ও রাজকন্যার স্বীকৃতি পাবেন। তিনি আরো বলেন, সাবেক রাজা আলবার্টের অন্য তিন সন্তানের মতোই এখন থেকে অধিকার পাবেন বোয়েল।

[৬]বোয়েলের মা বারোনিস সিবিলি এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ইনফেকশনের সমস্যা থাকায় আমরা মনে করেছি আমাদের সন্তান হবে না। ডেলফাইন আমাদের ভালবাসার সন্তান। আলবার্ট বাবা হিসেবে দায়িত্ব পালন না করলেও সে তার প্রতি সদয় ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়