শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত বছরের আইনী লড়াইয়ের পর পেলেন রাজকন্যার স্বীকৃতি

লিহান লিমা: [২] বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টের কন্যার অধিকার জিতলেন বেলজিয়ান আর্টিস্ট ডেলফাইন বোয়েল। সাত বছরের আইনী লড়াইয়ের পর ব্রাসেলসের আপিল কোর্ট রায় দিয়েছে তিনি এখন থেকে তারা বাবার টাইটেল ব্যবহার করতে পারবেন। বিবিসি/সিএনএন

[৩]২০১৩ সালে সাবেক রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেন বোয়েল। তিনি দাবী করেন তারা মা বারোনিস সিবিলি দে সিলেস লংচাম্পসের সঙ্গে রাজা আলবার্টের বিবাহবর্হিভূত সম্পর্কের ভলে ১৯৬৮ সালে তার জন্ম হয়। তবে রাজ আলবার্ট তা অস্বীকার করেন।

[৪]বোয়েলের সঙ্গে আইনী যুদ্ধের সময় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন আলবার্ট (৮৬)। জানুয়ারিতে আদালত রায় দেয়, ডিএনএ টেস্টে দেখা গিয়েছে আলবার্ট ও বারোনিস সিবিলি দে সিলেসের বিবাহবর্হিভূত কন্যা বোয়েল।

[৫]ডেলফাইনের আইনজীবী বলেন, আমার মক্কেল আদালতের ন্যায়বিচারে খুশি। এখন থেকে বোয়েল ‘ডেলফাইন অব স্যাক্সন-কোবার্গ-গোথা-প্রিন্সেস অব বেলজিয়াম’ টাইটেল ব্যবহার করবেন। তার দুই সন্তান জোসেফাইন ও অস্কারও বেলজিয়ামের রাজপুত্র ও রাজকন্যার স্বীকৃতি পাবেন। তিনি আরো বলেন, সাবেক রাজা আলবার্টের অন্য তিন সন্তানের মতোই এখন থেকে অধিকার পাবেন বোয়েল।

[৬]বোয়েলের মা বারোনিস সিবিলি এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ইনফেকশনের সমস্যা থাকায় আমরা মনে করেছি আমাদের সন্তান হবে না। ডেলফাইন আমাদের ভালবাসার সন্তান। আলবার্ট বাবা হিসেবে দায়িত্ব পালন না করলেও সে তার প্রতি সদয় ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়