মো. নাদিম হোসেন: বনানী যাওয়ার পথে তেজগাঁও-মহাখালীর এ জায়গাটায় প্রতিদিন হিজড়ারা বাসে উঠে। আজ আমি সিটে হেলান দিয়া ঘুমাইয়া ছিলাম। একজন হিজড়া এ্যাই বলে মাথায় ধাক্কা দেওয়ায় মোটামুটি ভয় পেয়ে আমার ঘুম ভাঙে।
তো হিজড়ারা বুঝতে পারছে তারা কাজটা ঠিক করে নাই। এক হিজড়া 'ভয় পাইছিলা' জিজ্ঞেস করে, হাত দিয়ে থুতু নিয়ে আমার শরীরে লাগায়া দিল।করোনার এই সময়ে তার এই কুসংস্কারচ্ছন্ন ভালোবাসাটা আমার মোটেই খারাপ লাগে নাই।
আমাগো সবার ভিতর একটা নরম মনের মানুষ আছে। এই সমাজ তারে খুন কইরা ফেলে। ফেসবুক থেকে