রাহুল রাজ : [২] আইপিএলের ১৩ তম ম্যাচে টসে হেরে মুম্বাই প্রথমে ব্যাট করে রহিত শর্মার ৭০ ও হার্দিক পান্ডের ৩০ রানে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে লক্ষ্য রাখতে সক্ষম হয়েছে ১৯২ রান।
[৩] আইপিএলের এলিট ক্লাবে জায়গা করে নিলেন রোহিত শর্মাধআইপিএলের এলিট ক্লাবে জায়গা করে নিলেন রোহিত শর্মা
[৪] আইপিএলে ব্যাটসম্যানদের এলিট ক্লাবে জায়গা করে নিলেন রোহিত শর্মা। আইপিএল ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেস মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।
[৫] আজ (০১ অক্টোবর) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এ রেকর্ড গড়েন রোহিত। মাইলফলক স্পর্শ করতে রোহিতের প্রয়োজন ছিল মাত্র ২ রান। ইনিংসের ওপেন করতে নেমে প্রথম বল মোকাবেলাতেই রেকর্ডে নাম লেখান হিটম্যা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি মোহম্মদ শামির বল কাভার বাউন্ডারিতে পাঠিয়ে দেন।
[৬] রোহিতের আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান রায়না ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট।
[৭] কিংস ইলেভেন ম্যাচের আগে রোহিত আইপিএলে ১৯১টি ম্যাচের ১৮৬টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৪৯৯৮ রান সংগ্রহ করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। কোহলি ১৮০টি ম্যাচের ১৭২টি ইনিংসে সংগ্রহ করেছেন ৫৪৩০ রান।