স্বপন দেব : [২] সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে গৃহবধুকে গণধর্ষণ ও দেশব্যাপী সংঘটিত সকল প্রকার যৌন সহিংসতার বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতীকী অনশন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার শহীদ মিনারে ঘন্টব্যাপী অনশন পালন করেন শেখ বোরহান উদ্দিন সোসাইটি।
[৩] এসময় সিলেটের এসমি কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদ জানান তারা । এঘটনায় জড়িত সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করেন নেতৃবৃন্দ। একই সাথে দেশব্যাপী ঘটে যাওয়া সকল যৌন সহিংসতা ও ধর্ষণের সুষ্ঠ বিচারেরও দাবি জানানো হয়।
[৪] অনশনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, দফতর সচিব সিরাজুল হাসান, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসাইন জুমান, যুগ্ম-দফতর সচিব এস এম বশির আহমদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জুবায়ের আহমদ জুবেল, নির্বাহী পরিচালক কেএম শাহজানুর রহমান প্রমুখ। সম্পাদনা : জেরিন আহমেদ