শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রেক্সিট চুক্তি নিয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে ইইউ

লিহান লিমা: [২] ব্রেক্সিট চুক্তির একটি ধারা মানতে প্রত্যাখ্যান করায় যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কার্যক্রম আরাম্ভ করার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। বুধবার ইন্টারনেট মার্কেট বিল বাতিল করার জন্য যুক্তরাজ্যকে দেয়া ইইউ’র সময়সীমা পার হয়ে যায়। বিবিসি

[৩]ইইউ’র সর্বোচ্চ আদালত বলেছে, যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে। তবে মামলা দায়ের করা হলেও ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির আলোচনা থেকে পিছু হটবে না ইইউ।

[৪]ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দেও লিয়েন বলেন, খসড়া চুক্তি নিয়ে ইইউ’র উদ্বেগের জবাব দেয়ার জন্য ব্রিটেনের হাতে নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

[৫]এই সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইইউ’র মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন মধ্য-অক্টোবরের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে দুই পক্ষেরই এগিয়ে যাওয়া উচিত।

[৬]সংক্ষিপ্ত বিবৃতিতে ভন দের লিয়েন বলেছেন, সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ইন্টারনাল মার্কেট বিল পূর্বে যুক্তরাজ্যের দুই আয়ারল্যান্ড সীমান্তে কঠোর সীমান্ত এড়াতে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন। তিনি আরো বলেন, খুব স্বাভাবিকভাবেই এই আইন দুই পক্ষের আস্থার লঙ্ঘন।

[৭]এদিকে ব্রিটিশ সরকার বলছে, যুক্তরাজ্যের প্রত্যেক অংশের অর্থাৎ-ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্য নিরাপত্তা সুরক্ষার জন্য এই বলি অত্যন্ত প্রয়োজন। সরকার খুব শীঘ্রই ইইউ’র নোটিশের জবাব দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়