শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

সমীরণ রায় : [২] সুবিধা বঞ্চিত শিশুরা নেচে গেয়ে পশ্চিম মেরুল বাড্ডা, হাতিরঝিল, ঢাকাস্থ জুম বাংলাদেশ স্কুলের সামনে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কেক কাটা, মুরগী পোলাও, কোক, পানিসহ খাবারের সব জিনিসপত্র ২০০ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

[৩] বৃহস্পতিবার আলোচনা সভায় জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও অভিনেত্রী অরুনা বিশ্বাস, জোটনেত্রী নাট্যশিল্পী তানভীন সুইটি, চিত্রনায়িকা শাহনুর, মোত্তাছিম বিল্লাহ, কন্ঠশিল্পী করিম খান।

[৪] অরুনা বিশ্বাস বলেন, শেখ হাসিনাই হচ্ছেন বাঙালি জাতির বাতিঘর। তার কারণেই বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

[৫] তানভীন সুইটি বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করতে পারবে না। তেমনি বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক শেখ হাসিনা। তিনি যে উন্নয়ন করেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

[৬] চিত্রনায়িকা শাহনুর বলেন, শেখ হাসিনা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক। বাঙালি জাতির ভালবাসার প্রতীক।

[৭] অরুন সরকার রানা বলেন, শেখ হাসিনা সবকিছু হারিয়ে বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে কাজ করছেন। তিনি যদি এদেশে ফিরে না আসতেন বাঙালি জাতির কলঙ্ক মোচন সম্ভব হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়