শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

সমীরণ রায় : [২] সুবিধা বঞ্চিত শিশুরা নেচে গেয়ে পশ্চিম মেরুল বাড্ডা, হাতিরঝিল, ঢাকাস্থ জুম বাংলাদেশ স্কুলের সামনে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কেক কাটা, মুরগী পোলাও, কোক, পানিসহ খাবারের সব জিনিসপত্র ২০০ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

[৩] বৃহস্পতিবার আলোচনা সভায় জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও অভিনেত্রী অরুনা বিশ্বাস, জোটনেত্রী নাট্যশিল্পী তানভীন সুইটি, চিত্রনায়িকা শাহনুর, মোত্তাছিম বিল্লাহ, কন্ঠশিল্পী করিম খান।

[৪] অরুনা বিশ্বাস বলেন, শেখ হাসিনাই হচ্ছেন বাঙালি জাতির বাতিঘর। তার কারণেই বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

[৫] তানভীন সুইটি বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করতে পারবে না। তেমনি বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক শেখ হাসিনা। তিনি যে উন্নয়ন করেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

[৬] চিত্রনায়িকা শাহনুর বলেন, শেখ হাসিনা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক। বাঙালি জাতির ভালবাসার প্রতীক।

[৭] অরুন সরকার রানা বলেন, শেখ হাসিনা সবকিছু হারিয়ে বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে কাজ করছেন। তিনি যদি এদেশে ফিরে না আসতেন বাঙালি জাতির কলঙ্ক মোচন সম্ভব হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়