শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে পৃথক ঘটনায় নিহত-২, আহত-৩

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অষ্টোবর) বেলা পৌনে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত অটোরিক্সার যাত্রী ও শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর মধ্য বাজারে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সি এক শিশু মারা গেছে।

[৩] মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিপলু মিয়া জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান অটোরিক্সাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাঙ্গলপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে কাজল (৬০) মারা যান।

[৪] এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এঘটনায় চালক জাকারিয়া (২৫) কে আটক করে কভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।

[৫] পানিতে ডুবে নিহত শিশুর বাবা শুক্কুর আলী জানান, খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে সামিয়া নিখোঁজ হয়। পরে আধ ঘন্টা পর ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৬] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলষ্টেশন জামে মসজিদের পুকুরে ডুবে সামিয়া খাতুন (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। সামিয়া শ্রীপুর পৌর মধ্য পাড়া এলাকার শুক্কুর আলীর মেয়ে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়