শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঠে ফিরতে মরিয়া রুমানা-সালমারাও

স্পোর্টস ডেস্ক: [২] ইতিমধ্যে টাইগার ক্রিকেটাররা দলগতভাবে অনুশীলন ক্যাম্প করেছেন। আবারও শুরু করবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। তবে নারী ক্রিকেটাররা এখনও ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের মধ্যেই আছেন।

[৩] যদিও শিগগিরই খেলায় ফিরতে চান রুমানা-সালমারাও। ঘরোয়া ক্রিকেট শুরু করা না গেলেও অন্তত দলীয় ক্যাম্প করানোর দাবি তাদের। এক অনলাইনের সঙ্গে আলাপকালে নারী ক্রিকেটের দুই ফরমেটের দুই অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ এসব কথা বলেন।

[৪] দুই মাসেরও বেশী সময় ধরে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করলেও সেটাকে এখন আর পর্যাপ্ত মনে করছেন না নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মাঠের খেলা খুব মিস করছেন তিনি। আর তাই মাঠের খেলায় ফিরতে চান যত দ্রুত সম্ভব।

[৫] রুমানা বলেন, ‘খুব ইচ্ছে করছে খেলতে। আর কতদিন এভাবে থাকবো? আমরা যারা ব্যক্তিগতভাবে অনুশীলন করছি, তাদের সাহায্য করতে যে দুয়েকজন ছেলে থাকতো, তারাও কিন্তু ঠিকভাবে আসতে পারছে না। এভাবে তো আসলে আমাদের এগিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। আমাদের অবশ্যই খেলা দরকার, যত দ্রুত সম্ভব।

[৬] অন্তত ঘরোয়া ক্রিকেট যেটা শুরু হওয়ার কথা ছিলো জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগ এটা হলেও শুরু করা দরকার। তবে স্বাস্থ্যবিধি তো অবশ্যই আগে। সেটা মেনেই যেন আমাদের খেলা দ্রুত শুরু করা যায়।’

[৭] এই মুহুর্তে খেলা শুরু না করা গেলেও দলীয় ক্যাম্পটা বেশী দরকার; এটার ব্যখ্যা দিয়ে টাইগ্রেস এ অলরাউন্ডার বলেন, ‘যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে অন্তত ছেলেদের মতো আমাদেরও জাতীয় দলের ক্যাম্প করা দরকার। অনেকদিন হলো অনুশীলনের বাইরে আমরা। এভাবে চলতে থাকলে তো জাতীয় দল পিছিয়ে যাবে।’

[৮] যদিও খেলা বা ক্যাম্প শুরুর জন্য বিসিবির কোন উদ্যোগের খবর জানা নেই রুমানার। তিনি বলেন, ‘বোর্ড থেকে আমাদেরকে শুধু এটুকু বলেছে তারা চেষ্টা করছে। যদি ছেলেদেরটা শুরু করতে পারে আমাদেরটাও শুরু করবে বলে জানিয়েছে।’

[৯] মাঠে ফিরতে মরিয়া নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনও। প্রতিদিন অবশ্য খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একা একা অনুশীলন করতে আসেন। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান তিনিও। তবে অধিনায়ক সালমার ভাবনায় রয়েছে স্বাস্থ্যবিধি। তিনি বলেন, ‘আমরা চাইলেই তো হবে না। এখনও তো সবকিছু স্বাভাবিক হয়ে যায়নি। বিসিবি নিশ্চয়ই সব দিক বিবেচনা করে আমাদের দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে। তবে সব সময়ই খেলার জন্য উদগ্রীব হয়ে থাকি। মাঠের খেলাটাকে খুব মিস করছি।’
- রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়