শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এলপিএল খেলতে সাকিবসহ অন্যদের ছাড়বে না বিসিবি!

রাহুলরাজ: [২] বাংলাদেশের শ্রীলঙ্কা সফরেরপরপরশুরুহওয়ারকথাছিল লঙ্কা প্রিমিয়ারলিগ (এলপিএল)। কিন্তু শর্তেরমারপেঁচে শ্রীলঙ্কা সফর নাযাওয়ারসিদ্ধান্তনিয়েছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার লঙ্কান প্রিমিয়ারলিগেও (এলপিএল) সাকিব-তামিমদের ছাড়পত্রদিবেনাবিসিবি।

[৩] এলপিএলেটি-টোয়েন্টিটুর্নামেন্টে বাংলাদেশেরকয়েকজন ক্রিকেটারেরনামনিলামে থাকারকথা শোনা গেলেওতাদের ছাড়পত্র দেবে না বোর্ড, এমনটাইআভাস দিয়েছেনবিসিবিসভাপতিনাজমুলহাসান। আজ শ্রীলঙ্কা সফরে স্থগিত ঘোষণা দেওয়ারসময়গণমাধ্যমকেজানান, দেশেরঘরোয়ালিগশুরুহচ্ছে। যারকারণে খেলতে যেতেদিবেনাবিসিবি।

[৪] টুর্নামেন্টেরসময়টায়নিষেধাজ্ঞানা থাকায় এই টুর্নামেন্টেরনিলামেরাখাহয়েছেসাকিবআলহাসানকেও। আছেনতামিমইকবাল, মাহমুদউল্লাহরিয়াদ, মুশফিকুররহিমেরমতোবড়তারকারা। কিন্তু তাদের এলপিএল খেলানিয়েপাপনবলেন, “সম্ভাবনা দেখিনা কোনোৃ আমাদের এখানেই তোলিগশুরুহয়েযাচ্ছে। খেলাশুরুহয়েযাচ্ছে এখানে।”

[৫] প্রসঙ্গত যে, এলপিএলেরএবারেরআসরে অংশ নেবেপাঁচটি দল। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনাশহরেরনামে খেলবে এই দলগুলো। প্রতিটি দলে ৬জন করে বিদেশি নেয়ারসুযোগআছে। এছাড়া ৫ দলে দেশের ৬৫ জন ক্রিকেটার খেলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়