ইসমাঈল ইমু: [২] শনিবার গভীর রাতে অপহৃত শিশু নিয়ামত উল্লাহ আপনকে (৮) বরিশালের হিজলা থানা এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
[৩] ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকালে হাজারীবাগ থানার ঝাউচর এলাকা হতে শিশু আপনকে অপহরণ করে লঞ্চে বরিশাল হিজলা থানা এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আপনের মাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। ২৪ ঘন্টার মধ্যে টাকা না দিলে ছেলের লাশ পাবে বলেও হুমকি দেয় তারা।
[৪] এ বিষয়ে আপনের মা হাজারীবাগ থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। শনিবার রাত আড়াইটায় বরিশাল জেলার হিজলায় পৌঁছে ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। সম্পাদনা: রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু