জুয়েল বড়ুয়া : [৩] চট্টগ্রামের রাউজান থানার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নে আবুরখীলের পবন কুমার তালুকদার গ্রামের ১৩ জন কৃতি সন্তানের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করে ক্রান্ত হননি তিনি। এখন তাদের প্রাণ নাশেরও কুমকি অব্যাহত রেখেছে। তার বিরুদ্ধে আবুরখীল গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। মানববন্ধনে পবন কমুার বড়ুয়াকে ডাকাত আখ্যা দিয়ে এবং দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান বক্তারা।
[৪] রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্তরে পবন কুমার তালুকদারের দায়ের করা আবুরখীল গ্রামের তের কৃতি সন্তানদের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এ দাবী জানান।
[৫] মানববন্ধনে বক্তারা আরো বলেন, আবুরখীল গ্রামকে দ্বিখন্ডিত করার হীন মানসে গ্রামের সহজ সরল সুশীল ব্যক্তিদের বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ক্রান্ত হননি পবন তালুকদার। চালিয়ে যাচ্ছে তার অপকর্ম। গ্রামের সুনাম নষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. প্রণব কুমার বড়ুয়া, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ১২নম্বর উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, শিক্ষানুরাগী ব্যবসায়ী অভয় বড়ুয়া রানা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়াসহ মান্যবর ব্যক্তিদের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ করার পরও পুলিশ নীরব ভুমিকা পালন করছেন।
[৬] এসময় বক্তারা বলেন, অতি সম্প্রতি সময়ে পশ্চিম আবুরখীলের বাসিন্দা পবন কুমার তালুকদার ধুতাঙ্গ কুঠির পরিচালনা ও সুরক্ষা কমিটির সভাপতি অভয় কুমার বড়ুয়া রানাসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। যা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে দাবী করছেন গ্রামের আপামর জন-সাধারণ। দায়ের করা এই মিথ্যা মামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধনের ডাক দেন গ্রামবাসী।
[৭] ডাকাত খ্যাত উল্লেখ করে পবন কুমার তালুকদারের বিচার দাবী করে মানববন্ধনে বক্তারা বলেন, আবুরখীল গ্রামকে দ্বিখন্ডিত করার হীন মানসে গ্রামের কিছু কুচক্রী মহল একত্রিত হয়ে গ্রামের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের বিভিন্ন হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। অবিলম্বে মিথ্যে বানোয়াট মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান মানববন্ধনে।
[৮] অলকেশ বড়ুয়া তাপসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রূপায়ন বড়ুয়া, রাউজান থানা আওয়ামী লীগের মানব সম্পদ সম্পাদক ত্রিদ্বীপ বড়ুয়া, ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, মুক্তিযোদ্ধা দিলীপ বড়ুয়া, নিতিশ বড়ুয়া, মুক্তিযোদ্ধা সত্যজিত পালিত, মুক্তিযোদ্ধা ধনঞ্জয় বড়ুয়া, স্বরূপ বিকাশ বড়ুয়া (বিতান), কেমি বড়ুয়া মুক্তাসহ প্রমুখ। সম্পাদনা : জেরিন আহমেদ