মোহাম্মদ হোসেন : [২] সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, দক্ষ ও জনশক্তি অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
[৩] তিনি বলেন, তাদের মধ্যে অনেকেরই কারিগরী জ্ঞান নেই যদি তারা কারিগরী শিক্ষায় শিক্ষিত হত তাহলে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। অনেকেই সচেতনতার অভাবে দালালদের মাধ্যমে লাখ লাখ টাকা খরছ করে বিদেশে যাচ্ছেন।
[৪] রোববাবর (২৭ সেপ্টেম্বর) বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[৫] উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সেমিনারে ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, চট্টগ্রাম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর এ বি এম ফয়েজুর রহমান, মাসুদ আলী সরকার, মডেল থানার ও সি মাসুদ আলম, প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি