শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষ ও জনশক্তি অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে: ব্যারিষ্টার আনিস

মোহাম্মদ হোসেন : [২] সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, দক্ষ ও জনশক্তি অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

[৩] তিনি বলেন, তাদের মধ্যে অনেকেরই কারিগরী জ্ঞান নেই যদি তারা কারিগরী শিক্ষায় শিক্ষিত হত তাহলে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। অনেকেই সচেতনতার অভাবে দালালদের মাধ্যমে লাখ লাখ টাকা খরছ করে বিদেশে যাচ্ছেন।

[৪] রোববাবর (২৭ সেপ্টেম্বর) বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সেমিনারে ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, চট্টগ্রাম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর এ বি এম ফয়েজুর রহমান, মাসুদ আলী সরকার, মডেল থানার ও সি মাসুদ আলম, প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়