দেবদুলাল মুন্না: [২] প্রবীণ বিচারক রুথ ব্যাডের গিন্সবার্গের মৃত্যুর পর অ্যামি কনেই ব্যারেট যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ পাচ্ছেন। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিয়োগের বিষয়টি হোয়াইট হাউসে ঘোষণা দেওয়ার কথা। গত সপ্তাহে ৮৭ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে গিন্সবার্গ মারা যান। অ্যামি কনেই ব্যারেট রক্ষণশীল দলের সমর্থক। বিবিসি
[৩] ৪৮ বছর বয়সী ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৯ বিচারকের মধ্যে রক্ষণশীল মতাদর্শদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে দাঁড়াবে ৬-৩। তাতে সর্বোচ্চ আদালত আরও রক্ষণশীল গতিধারায় পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হবে। অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ট্রাম্প। গত শুক্রবার ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে কি-না এ ব্যাপারে সিএনএনকে তিনি বলেন, এমনটা আমি বলিনি।
[৪] ব্যারেট নিয়োগপ্রাপ্ত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সবচেয়ে কম বয়সী বিচারক। স্বেচ্ছায় সরে না গেলে দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেরা আমৃত্যু দায়িত্ব পালন করে থাকেন। তবে অ্যামিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের বিষয়টি নিয়ে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
[৫] অ্যামি কনেই ব্যারেট যুক্তরাষ্ট্রের নটর ডেম ল স্কুলে স্নাতক ব্যারেট ল রিভিউ’র সম্পাদক ছিলেন। ২০১৭ সালে তাকে ফেডারেল বেঞ্চে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন। ১৯৯৯ সাল থেকে অ্যামি কনেই ব্যারেটের বিয়ে হয়। তার সাত সন্তান রয়েছে। ধর্মে একজন ক্যাথলিক। তার স্বামীর নাম জেসি ব্যারেট। সম্পাদনা: ইকবাল খান