আশরাফুল আলম খোকন : [ক] ধর্ষণ কাহাকে বলে? উত্তর:- বাংলা ডিকশনারিতে ধর্ষণের অনেক প্রকারভেদ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে প্রতারণামূলক ধর্ষণ। অর্থাৎ কেউ যদি মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে তাকে প্রতারণামূলক ধর্ষণ বলে। সুতরাং মামলাকারী মেয়েটির ভাষ্য মতে, সে আসলেই ধর্ষিত হয়েছে। কারণ তাকে বিয়ের প্রলোভন দেখানো হয়েছিল। [খ] প্রহসন কাহাকে বলে? উত্তর :- ডাকসুর সাবেক ভিপি নূরু অ্যান্ড কোংরা যখন উপরোক্ত অপকর্ম করে তখন তাহাকে প্রহসন বলে। কারণ তারা ধর্ষণের মামলা খাওয়ার পর থেকে বলছে ইহা একটা রাজনৈতিক প্রহসন। এই দুটি প্রশ্নের উত্তর কবিতার ছন্দে বলতে গেলে হয় ‘নূরুরা করলে হয় প্রহসন, পাবলিক করলে হয় ধর্ষণ’। ফেসবুক থেকে