শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহরম বহু পুরনো: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। এর প্রমাণ হচ্ছে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে মধ্যপ্রাচ্যে বৈঠক।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনায় মানুষ ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সেই সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্রের বৈঠক করে বেড়াচ্ছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

[৪] তিনি বলেন, ২০০৯ সালে বাংলাদেশে সংবাদপত্রের সংখ্যা ছিল সাড়ে ৪শ, এখন সাড়ে ১২শ। অনলাইন পত্রিকা ছিল হাতে গোনা কয়েকটি, এখন কয়েক হাজার নিবন্ধনের জন্য আবেদন করেছে। ২০০৯ সালে প্রাইভেট টেলিভিশন ছিল ১০টি, এখন ৩০টি সম্প্রচারে আছে, ৪৫টির জন্য লাইসেন্স দেওয়া আছে। এর বাইরে ৪টি সরকারি টেলিভিশন চ্যানেল চালু আছে।

[৫] তথ্যমন্ত্রী বলেন, দেশের সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করে, উন্নত দেশেও নেই। ইউকেতে ১৬৭ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ভুল সংবাদ পরিবেশনের মামলায় জরিমানা করে আদালত। তা না দিতে পেরে পত্রিকা বন্ধ হয়েছে। একজন এমপির বিরুদ্ধে ভুল বা অসত্য সংবাদ পরিবেশন করায় বিবিসির পুরো টিমকে পদত্যাগ করেছে।

[৬] শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়