মো. ইউসুফ মিয়া : [২] নিহত বৃদ্ধার নাম, আনছের খান (৭০)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে।
[৩] প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানিয়েছেন, আনসের খান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ী থেকে ভ্যান যোগে বালিয়াকান্দি বাজারে আসার পথে বাসষ্ট্যান্ডে নেমে পায়ে হেটে রাস্তা পারাপার হওয়ার সময় অপরদিক থেকে এসময় ২জন আরোহীসহ দ্রুতগতির মোটর সাইকেল তাকে চাপা দিলে পড়ে যান।
[৪] এ সুযোগে মোটর সাইকেলটি নিয়ে ২জন আরোহী দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়।
[৫] বালিয়াকান্দি হাসপাতালের আরএমও ডা. ফারুক হোসেন বলেন, বৃদ্ধাকে হাসপাতালে আনার আগেই রাস্তায়ই মারা গেছেন।