শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক

আরমান কবীর : [২] টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক স্কুল ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ছাত্রী টি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৩] এ ঘটনায় মাসুদ নামে এক ধর্ষকে গ্রেপ্তার করেছে দেলদুয়ার থানা পুলিশ ।

[৪] পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় সিংহরাগী গ্রামের ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (১৭) তার বন্ধুদের সহায়তায় জোরপূর্বক নৌকায় তুলে স্থানীয় সিংহরাগী বিলে নিয়ে ধর্ষণ করে।

[৫] পরে ওই ছাত্রী অসুস্থতা বোধ করলে রাত ১০ টার দিকে বাড়ির সামনে রেখে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

[৬] পরের দিন শারীরিক ভাবে আরও অসুস্থ্য হয়ে পড়লে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মায়ের নিকট ধর্ষণের ঘটনা খুলে বলে ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হলে ওই এলাকার একটি চক্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

[৭] মঙ্গলবার ছাত্রীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অসুস্থ্য ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে বুধবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৮] বুধবার সন্ধ্যায় মাসুদ ও তার দুই সহযোগী বন্ধুকে আসামিকরে থানায় ধর্ষনের মামলা নথিভূক্ত হয়।

[৯] এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ এ, কে সাইদুল হক ভূইয়া বলেন, ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

[১০] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল টিম গঠন করে পরীক্ষা মাধ্যমে প্রকৃত ফলাফল জানা যাবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়