শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার

সুমন্ত আসলাম: মাওলানা মালেক স্যার বলেছিলেন, ‘সম্ভাবনা।’ আমরা শুনেছিলাম, সম্ভব না। মা ব্যাট করছেন, ছেলে বল করছে। পৃথিবীর তাবৎ ক্রিকেট প্রতিযোগিতায় এটা কখনো হয়নি। অথচ ওটা ছিলো, সম্ভাবনা। আমরা এমন একটা পরিবেশ তৈরি করলাম, ওটা আর সম্ভব না। সৎ একজন ইউএনওকে আঘাত করা হয়েছে। আমরা কাতর হলাম। দেশে সৎ মানুষ বাড়ছে ধীরে ধীরে। ওটা ছিল, সম্ভাবনা। কিন্তু ৪০ লাখ টাকা এবং আরও সম্পদের কাহিনি শুনে আমরা ভেবে নিলাম, ওটা আর সম্ভব নয়। নারীর ক্ষমতায়নে নারীর ভূমিকা আমাদের দেশে বেশ প্রবল। এটা খুবই সম্ভাবনা। অথচ নারী হয়ে নারী পাচারকারী লুপাকে দেখে মনে হয়েছে, এটা কখনো সম্ভব না।

কুকুর বেড়ে গেছে ঢাকা শহরে। অথচ এই বেড়ে যাওয়া রোধ করতে বৈজ্ঞানিক ও মানবিক একটা উপায় আছে, যেমন মানুষ তার দাম্পত্যে যে উপায়টা মেনে চলে। এটা ছিল সম্ভাবনা। কিন্তু দুই সিটি কর্পোরেশনে দায়িত্বশীলরা তা না করে, তারা যে আমানবিক পথ বেছে নিয়েছেন, তাতে ওই দায়িত্বশীলদেরই এখন বন্ধ্যাত্বকরণ জরুরি। না, এটা এই মুহূর্তে সম্ভব না। গাড়ির ড্রাইভার হয়ে শত কোটি টাকার মালিক। একজন মানুষ ছোট থেকে বড় হয়েছেন, এটা সম্ভাবনা। তাকে বেনিফিশারি করে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাদের ধরা তো দূরের কথা, ছোঁয়াও তো কল্পনাতীত, তাদের কথা চিন্তা করাও সম্ভব না।

সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ১৫টা দিন কিছু লিখবো না ফেসবুকে। বেশ বড়-সড় দুটো কাজ হাতে নিয়েছি। কিন্তু ৭ দিন পার না হতেই লিখতে হচ্ছে। এ কয়দিনে মেসেঞ্জারে যে ৯ জনের কাছে অনুরোধ পেয়েছি, তা ছিল সম্ভাবনা। একজন লিখলেন, সুমন্ত আসলাম, আপনি একজন সুবিধাবাদী। সঠিক সময়ে সঠিক কথাটা লেখেন না। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, না এখন আর চুপ থাকা সম্ভব না। জীবনকে চরমভাবে উপভোগ করার অদ্ভুত একটা ক্ষমতা লাগে। আমি স্পষ্টভাবে জানি আমার সেই ক্ষমতা আছে। আমাদের প্রিয় প্রেসিডেন্টও জীবনকে উপভোগ করছেন, রাষ্ট্রের ক্ষমতাবলে। আর আমি করছি আমার ক্ষমতা বলে।

যদি একবার সুবিধাবাদী হতে পারতাম, জীবনকে এমনভাবে ভোগ করার এতো সাহস পেতাম না। যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার। রাতের আঁধারে তারা কাঁদেন। দিনেরবেলা সেই লাল আর ফুলে যাওয়া চোখ ঢাকতে কালো কালো চশমা পরেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়