শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার

সুমন্ত আসলাম: মাওলানা মালেক স্যার বলেছিলেন, ‘সম্ভাবনা।’ আমরা শুনেছিলাম, সম্ভব না। মা ব্যাট করছেন, ছেলে বল করছে। পৃথিবীর তাবৎ ক্রিকেট প্রতিযোগিতায় এটা কখনো হয়নি। অথচ ওটা ছিলো, সম্ভাবনা। আমরা এমন একটা পরিবেশ তৈরি করলাম, ওটা আর সম্ভব না। সৎ একজন ইউএনওকে আঘাত করা হয়েছে। আমরা কাতর হলাম। দেশে সৎ মানুষ বাড়ছে ধীরে ধীরে। ওটা ছিল, সম্ভাবনা। কিন্তু ৪০ লাখ টাকা এবং আরও সম্পদের কাহিনি শুনে আমরা ভেবে নিলাম, ওটা আর সম্ভব নয়। নারীর ক্ষমতায়নে নারীর ভূমিকা আমাদের দেশে বেশ প্রবল। এটা খুবই সম্ভাবনা। অথচ নারী হয়ে নারী পাচারকারী লুপাকে দেখে মনে হয়েছে, এটা কখনো সম্ভব না।

কুকুর বেড়ে গেছে ঢাকা শহরে। অথচ এই বেড়ে যাওয়া রোধ করতে বৈজ্ঞানিক ও মানবিক একটা উপায় আছে, যেমন মানুষ তার দাম্পত্যে যে উপায়টা মেনে চলে। এটা ছিল সম্ভাবনা। কিন্তু দুই সিটি কর্পোরেশনে দায়িত্বশীলরা তা না করে, তারা যে আমানবিক পথ বেছে নিয়েছেন, তাতে ওই দায়িত্বশীলদেরই এখন বন্ধ্যাত্বকরণ জরুরি। না, এটা এই মুহূর্তে সম্ভব না। গাড়ির ড্রাইভার হয়ে শত কোটি টাকার মালিক। একজন মানুষ ছোট থেকে বড় হয়েছেন, এটা সম্ভাবনা। তাকে বেনিফিশারি করে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাদের ধরা তো দূরের কথা, ছোঁয়াও তো কল্পনাতীত, তাদের কথা চিন্তা করাও সম্ভব না।

সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ১৫টা দিন কিছু লিখবো না ফেসবুকে। বেশ বড়-সড় দুটো কাজ হাতে নিয়েছি। কিন্তু ৭ দিন পার না হতেই লিখতে হচ্ছে। এ কয়দিনে মেসেঞ্জারে যে ৯ জনের কাছে অনুরোধ পেয়েছি, তা ছিল সম্ভাবনা। একজন লিখলেন, সুমন্ত আসলাম, আপনি একজন সুবিধাবাদী। সঠিক সময়ে সঠিক কথাটা লেখেন না। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, না এখন আর চুপ থাকা সম্ভব না। জীবনকে চরমভাবে উপভোগ করার অদ্ভুত একটা ক্ষমতা লাগে। আমি স্পষ্টভাবে জানি আমার সেই ক্ষমতা আছে। আমাদের প্রিয় প্রেসিডেন্টও জীবনকে উপভোগ করছেন, রাষ্ট্রের ক্ষমতাবলে। আর আমি করছি আমার ক্ষমতা বলে।

যদি একবার সুবিধাবাদী হতে পারতাম, জীবনকে এমনভাবে ভোগ করার এতো সাহস পেতাম না। যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার। রাতের আঁধারে তারা কাঁদেন। দিনেরবেলা সেই লাল আর ফুলে যাওয়া চোখ ঢাকতে কালো কালো চশমা পরেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়