শিরোনাম
◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল ◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার

সুমন্ত আসলাম: মাওলানা মালেক স্যার বলেছিলেন, ‘সম্ভাবনা।’ আমরা শুনেছিলাম, সম্ভব না। মা ব্যাট করছেন, ছেলে বল করছে। পৃথিবীর তাবৎ ক্রিকেট প্রতিযোগিতায় এটা কখনো হয়নি। অথচ ওটা ছিলো, সম্ভাবনা। আমরা এমন একটা পরিবেশ তৈরি করলাম, ওটা আর সম্ভব না। সৎ একজন ইউএনওকে আঘাত করা হয়েছে। আমরা কাতর হলাম। দেশে সৎ মানুষ বাড়ছে ধীরে ধীরে। ওটা ছিল, সম্ভাবনা। কিন্তু ৪০ লাখ টাকা এবং আরও সম্পদের কাহিনি শুনে আমরা ভেবে নিলাম, ওটা আর সম্ভব নয়। নারীর ক্ষমতায়নে নারীর ভূমিকা আমাদের দেশে বেশ প্রবল। এটা খুবই সম্ভাবনা। অথচ নারী হয়ে নারী পাচারকারী লুপাকে দেখে মনে হয়েছে, এটা কখনো সম্ভব না।

কুকুর বেড়ে গেছে ঢাকা শহরে। অথচ এই বেড়ে যাওয়া রোধ করতে বৈজ্ঞানিক ও মানবিক একটা উপায় আছে, যেমন মানুষ তার দাম্পত্যে যে উপায়টা মেনে চলে। এটা ছিল সম্ভাবনা। কিন্তু দুই সিটি কর্পোরেশনে দায়িত্বশীলরা তা না করে, তারা যে আমানবিক পথ বেছে নিয়েছেন, তাতে ওই দায়িত্বশীলদেরই এখন বন্ধ্যাত্বকরণ জরুরি। না, এটা এই মুহূর্তে সম্ভব না। গাড়ির ড্রাইভার হয়ে শত কোটি টাকার মালিক। একজন মানুষ ছোট থেকে বড় হয়েছেন, এটা সম্ভাবনা। তাকে বেনিফিশারি করে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাদের ধরা তো দূরের কথা, ছোঁয়াও তো কল্পনাতীত, তাদের কথা চিন্তা করাও সম্ভব না।

সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ১৫টা দিন কিছু লিখবো না ফেসবুকে। বেশ বড়-সড় দুটো কাজ হাতে নিয়েছি। কিন্তু ৭ দিন পার না হতেই লিখতে হচ্ছে। এ কয়দিনে মেসেঞ্জারে যে ৯ জনের কাছে অনুরোধ পেয়েছি, তা ছিল সম্ভাবনা। একজন লিখলেন, সুমন্ত আসলাম, আপনি একজন সুবিধাবাদী। সঠিক সময়ে সঠিক কথাটা লেখেন না। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, না এখন আর চুপ থাকা সম্ভব না। জীবনকে চরমভাবে উপভোগ করার অদ্ভুত একটা ক্ষমতা লাগে। আমি স্পষ্টভাবে জানি আমার সেই ক্ষমতা আছে। আমাদের প্রিয় প্রেসিডেন্টও জীবনকে উপভোগ করছেন, রাষ্ট্রের ক্ষমতাবলে। আর আমি করছি আমার ক্ষমতা বলে।

যদি একবার সুবিধাবাদী হতে পারতাম, জীবনকে এমনভাবে ভোগ করার এতো সাহস পেতাম না। যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার। রাতের আঁধারে তারা কাঁদেন। দিনেরবেলা সেই লাল আর ফুলে যাওয়া চোখ ঢাকতে কালো কালো চশমা পরেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়