শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার

সুমন্ত আসলাম: মাওলানা মালেক স্যার বলেছিলেন, ‘সম্ভাবনা।’ আমরা শুনেছিলাম, সম্ভব না। মা ব্যাট করছেন, ছেলে বল করছে। পৃথিবীর তাবৎ ক্রিকেট প্রতিযোগিতায় এটা কখনো হয়নি। অথচ ওটা ছিলো, সম্ভাবনা। আমরা এমন একটা পরিবেশ তৈরি করলাম, ওটা আর সম্ভব না। সৎ একজন ইউএনওকে আঘাত করা হয়েছে। আমরা কাতর হলাম। দেশে সৎ মানুষ বাড়ছে ধীরে ধীরে। ওটা ছিল, সম্ভাবনা। কিন্তু ৪০ লাখ টাকা এবং আরও সম্পদের কাহিনি শুনে আমরা ভেবে নিলাম, ওটা আর সম্ভব নয়। নারীর ক্ষমতায়নে নারীর ভূমিকা আমাদের দেশে বেশ প্রবল। এটা খুবই সম্ভাবনা। অথচ নারী হয়ে নারী পাচারকারী লুপাকে দেখে মনে হয়েছে, এটা কখনো সম্ভব না।

কুকুর বেড়ে গেছে ঢাকা শহরে। অথচ এই বেড়ে যাওয়া রোধ করতে বৈজ্ঞানিক ও মানবিক একটা উপায় আছে, যেমন মানুষ তার দাম্পত্যে যে উপায়টা মেনে চলে। এটা ছিল সম্ভাবনা। কিন্তু দুই সিটি কর্পোরেশনে দায়িত্বশীলরা তা না করে, তারা যে আমানবিক পথ বেছে নিয়েছেন, তাতে ওই দায়িত্বশীলদেরই এখন বন্ধ্যাত্বকরণ জরুরি। না, এটা এই মুহূর্তে সম্ভব না। গাড়ির ড্রাইভার হয়ে শত কোটি টাকার মালিক। একজন মানুষ ছোট থেকে বড় হয়েছেন, এটা সম্ভাবনা। তাকে বেনিফিশারি করে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাদের ধরা তো দূরের কথা, ছোঁয়াও তো কল্পনাতীত, তাদের কথা চিন্তা করাও সম্ভব না।

সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ১৫টা দিন কিছু লিখবো না ফেসবুকে। বেশ বড়-সড় দুটো কাজ হাতে নিয়েছি। কিন্তু ৭ দিন পার না হতেই লিখতে হচ্ছে। এ কয়দিনে মেসেঞ্জারে যে ৯ জনের কাছে অনুরোধ পেয়েছি, তা ছিল সম্ভাবনা। একজন লিখলেন, সুমন্ত আসলাম, আপনি একজন সুবিধাবাদী। সঠিক সময়ে সঠিক কথাটা লেখেন না। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, না এখন আর চুপ থাকা সম্ভব না। জীবনকে চরমভাবে উপভোগ করার অদ্ভুত একটা ক্ষমতা লাগে। আমি স্পষ্টভাবে জানি আমার সেই ক্ষমতা আছে। আমাদের প্রিয় প্রেসিডেন্টও জীবনকে উপভোগ করছেন, রাষ্ট্রের ক্ষমতাবলে। আর আমি করছি আমার ক্ষমতা বলে।

যদি একবার সুবিধাবাদী হতে পারতাম, জীবনকে এমনভাবে ভোগ করার এতো সাহস পেতাম না। যারা সুবিধাবাদী, জীবন তাদের কাছে ভোগের নয়, যন্ত্রণার। রাতের আঁধারে তারা কাঁদেন। দিনেরবেলা সেই লাল আর ফুলে যাওয়া চোখ ঢাকতে কালো কালো চশমা পরেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়