শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় প্রতিদিনই কমছে পেঁয়াজ দাম!

কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লায় প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির তদারকি অভিযান চলছে। আর এ কারণেই প্রতিদিনই একটু একটু কমছে পেঁয়াজের দাম। এতে করে স্বস্থি ফিরেছে ক্রেতাদের মনে। তবে স্টক ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। অগ্রীম পেঁয়াজ কিনে গুদামজাত করেছেন। এখন বিক্রি না হওয়ায় পচন শুরু করেছে।

[৩] সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর অন্যতম পাইকার বাজার চকবাজারের তেরীপট্টিতে গিয়ে দেখা যায়, বাজারে পাইকারী ৪৮-৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা কেজী প্রতি ৬০-৬৫ টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে নগরীর রাজগঞ্জ- চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, গতকালের চেয়ে আজ অন্তত কেজী প্রতি ২/৩ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে ৪০-৪৫ টাকা আর খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে।

[৪] কুমিল্লা জেলা ব্যবসায়ী নেতারা জানান, প্রশাসনের সাথে দোকান মালিক ও মার্চেন্ট এসোসিয়েশনের সমন্বিত সমন্বিত অংশগ্রহনের ফলে বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। সাশ্রয়ী মূল্য পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে।

[৫] মঙ্গলবার অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নার্গিস সুলতানা। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। গতকালের তুলনায় আজ দাম অন্তত ঙ্গ টাকা কমেছে। তবে বেশী দামে পেঁয়াজ বিক্রি করার মত কোন অভিযোগ পাই নি। যদি কোন অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন থেকে এমন অভিযান অব্যহত থাকবে।

[৬] অভিযান শেষে কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা দোকান মালিক সমিতি থেকে নিয়মিত তদারকি করছি। পেঁয়াজের বাজার স্থিতিশলি আছে। এমন অবস্থা অব্যহত রাখতে দোকান মালিক সমিতি বদ্ধ পরিকর।

[৭] চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ভোক্তা অধিদপ্তরসহ ব্যবসায়ী সমিতির নেতারা সক্রিয় রয়েছে। আশাকরি কেউ পেঁয়াজ নিয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে না।

[৮] এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহমেদ, মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য শাহাদাৎ খান সুমন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক লিটন মিয়া, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য আলমগীর হোসেনসহ অন্যনারা। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

[৯] ও চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের তদারকির কারনে কুমিল্লায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতিদিনই অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন -ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজগঞ্জ ও চকবাজারে এক অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নার্গিস সুলতানা। বিস্তারিত মাহফুজ নান্টুর রিপোর্টে।

[১০] অস্থির পেঁয়াজের বাজারের এখন স্বস্থি ফিরেছে। কুমিল্লা প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক তত্বাবধানে স্বস্থি ফিরেছে কুমিল্লার পেঁয়াজের বাজারে। মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের অভিযানে এমনই চিত্র ফুটে উঠেছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়