শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম – মুশফিকদের অপেক্ষায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ডের সহ-সভাপতি রাভিন বিক্রমরত্নের প্রত্যাশা দুই তিন দিনের মধ্যেই এই ব্যাপারে একটি দিকনির্দেশনা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৩] তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সফরটির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেয়। এগুলোর মধ্যে ছিল ৩০ জনের বেশি নিয়ে সফর না করা, ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা, কোয়ারেন্টিনে থাকার সময় হোটেল কক্ষ থেকে বের না হওয়া এবং সফরে কোনো সাপোর্ট স্টাফ না নেয়া।

[৪] শ্রীলঙ্কার বেঁধে দেয়া শর্তাবলী মেনে সফরে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণেই মুমিনুলদের এই সিরিজটি শঙ্কার মুখে পড়েছে। তবে বিক্রমরত্ন এখনও ভালো কিছুর অপেক্ষাতেই রয়েছেন। তিনি জানিয়েছেন বিসিবির সঙ্গেও নাকি তার বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে।

[৫] এসএলসির সহ সভাপতি বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইনের জন্য অপেক্ষা করছি। সেটা আসতে আরো দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এই ব্যাপারে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।

[৬] দুই দিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও একই ধরণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন,আসলে এই বিষয়টি এই মুহূর্তে কোন মন্তব্য করাটা ঠিক হবেনা। তারা বলেছে যে আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা বলেছে ভালো একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম বা রিভাইস প্রোটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়