লিহান লিমা: [২] জাতিসংঘের ৭৫তম পূর্তি উপলক্ষ্যে পিউ রিসার্চ সেন্টার ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার ১৪টি উন্নত দেশের ১৪ হাজার ২৭৬ জন নাগরিকের ওপর বৈশ্বিক আটটি বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে জরিপ চালায়। সিএনএন
[৩] এর মধ্যে আটটিতেই জাতিসংঘের ভূমিকাকে বৃহত্তরভাবে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা । সবচেয়ে কম মার্ক দিয়েছে জাপানের নাগরিকরা।
[৪] জরিপ চালানো দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া।
[৫] তিনজনের মধ্যে একজন আমেরিকান (৬২ শতাংশ ) জাতিসংঘের কাজে সন্তোষ ও তিনজনের মধ্যে একজন (৩২ শতাংশ) অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় অর্ধেকেরও বেশি জাপানি (৫৫ শতাংশ) নাগরিক মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি ও সদস্য প্রত্যেক দেশের স্বার্থ রক্ষায় জাতিসংঘের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। আর ১০ জনের মধ্যে তিনজন (২৯ শতাংশ) ইতিবাচক মতামত দিয়েছেন।
[৬] কোভিড-১৯ নিয়ন্ত্রণে জাতিসংঘের অধিভূক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম নিয়ে সবচেয়ে কম রেটিং দিয়েছেন দক্ষিণ কোরিয়রা। ১০ জনের মধ্যে ৮জন (৮০ শতাংশ) বলেছেন হু খুবই খারাপভাবে কাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ৪৪ শতাংশ সংস্থাটির পক্ষে ইতিবাচক মত দিয়েছেন।
[৭] পিউয়ের জরিপে উঠে আসে, ১৪টি দেশের মধ্যে ১২টি দেশের নারীরা করোনা ভাইরাস নিয়ে হু’র কার্যক্রমে পুরুষদের চেয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন।
[৮] জাতিসংঘের ক্ষেত্রে দেখা গেছে, বয়স্কদের তুলনায় ১০টি দেশের তরুণ জনগোষ্ঠি জাতিসংঘের বিষয়ে অত্যন্ত ইতিবাচক।