শিরোনাম
◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সন্ত্রাসীর গুলিতে নিহত-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী গ্রুপের গুলিতে মোহাম্মদ তৈয়ব (৩৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

[৩] সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউপি রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

[৪] নিহত উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা দুধু মিয়ার ছেলে।

[৫] এ তথ্য নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।

[৬] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলার রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবুল আলমের গ্রুপের সদস্য মোহাম্মদ তৈয়ব একটি মুদির দোকানে বসে গল্প করছিল। ওই সময় হঠাৎ গিয়াস উদ্দিনের গ্রুপের সদস্যরা একটি টমটম যোগে অস্ত্রশস্ত্র নিয়ে মিজানুর রহমান ওরফে বাগাচ্ছার নেতৃত্বে দোকানের সামনে এসে কোনো কথা ছাড়াই তৈয়ুবকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তার মৃত্যু নিশ্চিত করেন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যান। খবর পেয়ে তৈয়বের আত্নীয়স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে নিহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে।

[৭] স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, গিয়াস উদ্দিন গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি ও অপর একটি গ্রুপের সাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। স্থানীয় লোকজনের কাছে তারা সন্ত্রাসী/ডাকাত বাহিনী নামে পরিচিত।

[৮] এব্যাপারে টেকনাফ মডেল থানার ওসির দায়িত্বে থাকা (তদন্ত ) পরিদর্শক এবিএমএস দোহা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়