শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সন্ত্রাসীর গুলিতে নিহত-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী গ্রুপের গুলিতে মোহাম্মদ তৈয়ব (৩৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

[৩] সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউপি রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

[৪] নিহত উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা দুধু মিয়ার ছেলে।

[৫] এ তথ্য নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।

[৬] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলার রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবুল আলমের গ্রুপের সদস্য মোহাম্মদ তৈয়ব একটি মুদির দোকানে বসে গল্প করছিল। ওই সময় হঠাৎ গিয়াস উদ্দিনের গ্রুপের সদস্যরা একটি টমটম যোগে অস্ত্রশস্ত্র নিয়ে মিজানুর রহমান ওরফে বাগাচ্ছার নেতৃত্বে দোকানের সামনে এসে কোনো কথা ছাড়াই তৈয়ুবকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তার মৃত্যু নিশ্চিত করেন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যান। খবর পেয়ে তৈয়বের আত্নীয়স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে নিহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে।

[৭] স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, গিয়াস উদ্দিন গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি ও অপর একটি গ্রুপের সাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। স্থানীয় লোকজনের কাছে তারা সন্ত্রাসী/ডাকাত বাহিনী নামে পরিচিত।

[৮] এব্যাপারে টেকনাফ মডেল থানার ওসির দায়িত্বে থাকা (তদন্ত ) পরিদর্শক এবিএমএস দোহা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়