শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের মৃত্যু : মাদক-যোগে এবার সমন পাঠানো হচ্ছে সারা ও শ্রদ্ধাকে !

মুসফিরাহ হাবীব: [২] বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এ বার সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাতে চলেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

[৩] বলিউডের মাদক-যোগ নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর থেকেই এই চক্রের রাঘববোয়ালদের ধরতে চাইছে এনসিবি। অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জেরা করে ইতমধ্যেই বলিউডের প্রথম সারির তালিকায় ২৫ জনের নাম পেয়েছে এই সংস্থা। অনেক আগেই উঠে এসেছিল সারা আলি খান ও রাকুরপ্রীত সিং-এর কথা।

[৪] টাইমস নাও এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এনসিবি-কে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী মাদক সংক্রান্ত প্রশ্নে অভিনেতার সাবেক বান্ধবী ‘কেদারনাথ’ ছবির নায়িকা সারা আলি খান এবং রাকুল প্রীত সিংয়ের নাম নিয়েছেন। তার বয়ানে এসেছে ডিজাইনার সিমোনে খামবাট্টার নামও।

[৫] জিজ্ঞাসাবাদের জন্য এদের ডাকতে পারে এনসিবি এমন খবর ছিল আগে থেকেই। খবরের সত্যতা জানতে চাওয়া হয়েছিল এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রার কাছে। তখন তিনি এই তিনটি নামের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন। এবার চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

[৬] উল্লেখ্য, 'কেদারনাথ' সিনেমার শুটিংয়ের সময় থেকেই সুশান্ত মাদক নিতে শুরু করেছিলেন বলে এনসিবি-কে জানিয়েছিলেন রিয়া। সেই সিনেমাতেই সুশান্তের সহ-অভিনেত্রী ছিলেন সারা। সেই সময় সুশান্ত ও সারার মধ্যে ঘনিষ্ঠতা হয় বলেও সুশান্তের বন্ধুদের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়