শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক ইকরামুল কবীর টিপুর ওপর সন্ত্রাসী হামলায় ক্র্যাবের নিন্দা

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর টিপু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।

[৩] জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে ৬২/খ নম্বর ইসলামবাগ (ঈদগামাঠ সংলগ্ন) আলীরঘাট রোডস্থ শরিয়তপুর ফার্মেসীর সামনে স্থানীয় সন্ত্রাসী রাশেদ কামাল ওরফে হযরত আলী ও তার ছোট ভাই বাদল আহম্মেদ ইকরামুল কবীর টিপুর ওপর হামলা চালায়। এছাড়াও অকথ্য ভাষায় গালাগাল এবং টিপুর পেট কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই চকবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

[৪] গেল বছর রাশেদ কামাল, বাদল আহম্মেদ ও তাদের আরেক ভাই জাফর আহমেদ রানার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়। এজন্য তারা টিপুকে দায়ী করে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা হয় কিন্তু তাদের ক্ষোভ থেকেই যায়। তারই ধারাবাহিকতায় এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন টিপু।

[৫] ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়