শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক ইকরামুল কবীর টিপুর ওপর সন্ত্রাসী হামলায় ক্র্যাবের নিন্দা

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর টিপু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।

[৩] জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে ৬২/খ নম্বর ইসলামবাগ (ঈদগামাঠ সংলগ্ন) আলীরঘাট রোডস্থ শরিয়তপুর ফার্মেসীর সামনে স্থানীয় সন্ত্রাসী রাশেদ কামাল ওরফে হযরত আলী ও তার ছোট ভাই বাদল আহম্মেদ ইকরামুল কবীর টিপুর ওপর হামলা চালায়। এছাড়াও অকথ্য ভাষায় গালাগাল এবং টিপুর পেট কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই চকবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

[৪] গেল বছর রাশেদ কামাল, বাদল আহম্মেদ ও তাদের আরেক ভাই জাফর আহমেদ রানার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়। এজন্য তারা টিপুকে দায়ী করে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা হয় কিন্তু তাদের ক্ষোভ থেকেই যায়। তারই ধারাবাহিকতায় এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন টিপু।

[৫] ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়