শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালাউদ্দিন-সালাম প্যানেলের ইশতেহারে ৭ দফা অঙ্গীকার

রাহুল রাজ: [২] বাফুফের কার্যকরী নির্বাচন ২০২০ উপলক্ষে জাতীয় দল, ঘরোয়া ফুটবল, মহিলা ফুটবল, উন্নয়ন প্রকল্প এবং টেকনিক্যাল সেক্টরে আকাশচুম্বী ইশতেহার প্রদান করলেন সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত প্যানেল। ২০১৬ সালে দেয়া ২৫ দফার ২০ টিই পূরণ করতে ব্যার্থ হলেও আবারও বড়সড় আয়োজন নিয়েই আজ রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করলেন সালাউদ্দিন- মুর্শেদী প্যানেল।

[৩] এই প্যানেলের ইশতেহারে যা বলা হয়েছে:
জাতীয় ফুটবল দল: বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন, সাফ ও এসএ গেমসের শিরোপা পুনরুদ্ধার এবং পুরুষ জাতীয় দলকে ২০২৪ এর মধ্যে র‌্যাঙ্কিং এ ১৫০ এর কাছাকাছি এবং মহিলা ফুটবল দলকে ৯০ এর ঘরে নিয়ে আসা।

ঘরোয়া ফুটবল : নির্দিষ্ট তারিখে দলবদল এবং নির্ধারিত সময়ে ঘরোয়া লীগ ও অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করার অঙ্গীকার দেয়া হয়েছে। অন্যান্য প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ের টুর্নামেন্ট গুলো যথাসময়ে অনুষ্ঠিত করার লক্ষ্যে যথাযথ অর্থ বরাদ্দ দেয়া হবে। খেলোয়াড় দলবদল কিংবা রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশন এর আওতায় আনা হবে।

মহিলা ফুটবল : নিয়মিত বিভিন্ন লীগ ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সাথে জাতীয় দলের জন্য হাই প্রোফাইল কোচিং স্টাফ প্রদানের আশ্বাস।
উন্নয়ন প্রকল্প : আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার জন্য অন্তত ৪টি ম্যাচ প্রস্তুত করা এবং লীগ পর্যায়ে যথাযথ সুযোগ সুবিধা সম্পন্ন মাঠ প্রস্তুতের আশ্বাস। আধুনিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইট উন্নত করা হবে।
টেকনিক্যাল : বিভাগীয় পর্যায়ে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এর ব্যবস্থা সম্পন্ন একাডেমি এবং আধুনিক মানের রেফারি কোর্স বছর ব্যাপী সম্পন্ন করা হবে।

সফটওয়ারসহ আধুনিক প্রযুক্তি : ম্যাচ অ্যানালাইসিস করা হবে। যেটা প্রত্যেকটক ছোট থেকে বড় দল করে আসছে তা আমাদের কখনোই ছিলনা। সালাউদ্দিন প্যানেলের ৬ দফার একটি বড় অঙ্গীকার এই ব্যবস্থা। সফটওয়ারসহ আধুনিক প্রযুক্তি। বাফুফের অলেয়ার মনিটরিং কিংবা তথ্যগত বিষয় গুলো অধিকাংশই হাতেকলমে চলে আসছিল দীর্ঘকাল ধরে। এবার সালাউদ্দিন ঘোষণা দিচ্ছেন আধুনিক সফটওয়ার সমৃদ্ধ বাফুফের।

জিম সুবধা : বাফুফে ভবনে অনেক আকাঙ্খার জিম তৈরির জন্য ২০২১ সাল পর্যন্ত সময় চাইবে সালাউদ্দিন-সালাম পরিষদ।
আগামী ৩ অক্টোবর ১৩৯ জন কাউন্সিলর এর প্রত্যক্ষ ভোটে ৪ বছর মেয়াদি বাফুফে কার্যকরী কমিটি নির্বাচিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়