শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্র দেশগুলোতে ৮ কোটি ৮০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দেবে ইউরোপিয় কমিশন

সিরাজুল ইসলাম: [২] এ ভ্যাকসিন বাবদ তারা ৪০ কোটি ইউরো সহায়তা দেবে। সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) উদ্যোগে এ অর্থ দেয়া হবে। এ উদ্যোগে অংশ নিতে ১৭০টি দেশ আলোচনা করছে।

[৩] কোভ্যাক্সের জন্য ২৩ কোটি ইউরো ঋণ দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। ‘টিম ইউরোপ’ ব্যানারে এ ঋণ দেয়া হবে। এ অর্থ যোগ্য নিম্ন ও মধ্য আয়ের দেশে স্থানান্তরিত হবে। বাকি ১৭ কোটি ইউরো ব্যয় হবে ইউরোপীয় ইউনিয়নের বাজেট থেকে। কোভ্যাক্সের সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন এবং দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন।

[৪] ইউরোপিয় কমিশন উৎপাদনকারীদের টিকা উৎপাদন ক্ষমতা বাড়ানো; সব দেশে সরবরাহ এবং অবাধে টিকা দেয়া ও উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ না করার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

[৫] ১৮ সেপ্টেম্বর ইউরোপিয় কমিশনের ওয়েবসাইটে কোভ্যাক্সে অংশ নেয়ার কথা নিশ্চিত করে। এতে বলা হয়, কমিশন এবং ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের যৌথ প্রয়াস টিম ইউরোপে অবদান রাখবে।

[৬] ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, টিকা পাওয়া যথেষ্ট নয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে- বিশ্বজুড়ে নাগরিকরা টিকা পেয়েছেন। সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই।

[৭] কোভ্যাক্সে অংশ না নেয়ার কথা ১ সেপ্টেম্বর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়