নূর মোহাম্মদ: [২] অর্থপাচার মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
[৩] এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এরআগে, ১২ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সোহেল রানা।
[৪] ২০১৮ সালের ২৬ অক্টোবর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানাকে আটক করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়।
[৫] পরে সোহেল রানার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করা হয়। ওই ঘটনার পরে কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। সম্পাদনা : রায়হান রাজীব