শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে মাটি উত্তোলন

মাহফুজ নান্টু: [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল সহ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলী জমি থেকে ক্ষনন যন্ত্র (ড্রেজার মেশিন) দিনে অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভিত্তিতে মাটি উত্তোলন করা হচ্ছে অবাধে। এতে করে দিনে দিনে উজাড় হচ্ছে ফসলী জমি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া মৌজার ধান্যদৌল এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি ক্ষনন ও মাটি ভরাটের প্রতিযোগিতা চলছে।

[৪] কল্পবাস গ্রামের ড্রেজার মেশিনের মালিক জাকির হোসেন এবং একটি চক্র দীর্ঘদিন যাবদ জমির মালিকদেরকে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে ফসলী জমি থেকে মাটি বিক্রি করতে প্রভাবিত করে আসছে। এতে করে দ্রুত কমছে ফসলী জমির পরিমান এবং পরিবেশের ভারসাম্য হারাচ্ছে।

[৫] উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান দিয়ে ড্রেজার মেশিন বন্ধ করা হলেও পুনরায় রাতের আধারে মাটি উত্তোলণ করে যাচ্ছে একটি মহল।

[৬] সরেজমিনে গিয়ে ড্রেজার মেশিনের মালিক জাকির হোসেনের সাথে কথা বলতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি।

[৭] এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দীকা বলেন ওই স্থানে অভিযান পরিচালনা করেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। যদি ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়